আবগারি দফতরের নির্দেশ আবগারি দফতরের নির্দেশ হল , নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার আগেই পুরনো দামে পুরনো স্টক বিক্রি করে ফেলতে হবেয। ৩০ নভেম্বর ২০২৫ সালের মধ্যে পুরনো দামেই মদ বিক্রি করে ফেলতে হবে।য। ওই তারিখের পর আর পুরনো দামে মদ বিক্রি করা যাবে না। রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর, হোলসেল বিক্রেতাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।