নতুন বছরের আগেই দুঃসংবাদ সুরাপ্রেমিদের জন্য, ১ ডিসেম্বর থেকেই দাম বাড়ছে মদের

Published : Nov 10, 2025, 12:23 PM IST

সুরা প্রেমিদের জন্য দুঃসংবাদ। নতুন বছরের আগেই রাজ্যে দাম বাড়ছে মদের। ১ ডিসেম্বর ২০২৫ সাল থেকেই নতুন দাম কার্যকর হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের আবগারি দফতর। 

PREV
15
দাম বাড়ছে মদের

সুরা প্রেমিদের জন্য দুঃসংবাদ। নতুন বছরের আগেই রাজ্যে দাম বাড়ছে মদের। ১ ডিসেম্বর ২০২৫ সাল থেকেই নতুন দাম কার্যকর হবে। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকারের আবগারি দফতর। নতুন আবগারি নীতিতে একটি মদ বাদে বাকি সব দেশি ও বিদেশি মদের দাম বাড়ছে।

25
আবগারি দফতরের নির্দেশ

আবগারি দফতরের নির্দেশ আবগারি দফতরের নির্দেশ হল , নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার আগেই পুরনো দামে পুরনো স্টক বিক্রি করে ফেলতে হবেয। ৩০ নভেম্বর ২০২৫ সালের মধ্যে পুরনো দামেই মদ বিক্রি করে ফেলতে হবে।য। ওই তারিখের পর আর পুরনো দামে মদ বিক্রি করা যাবে না। রাজ্যের সমস্ত উৎপাদক, ডিস্ট্রিবিউটর, হোলসেল বিক্রেতাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

35
দাম বাড়বে না এটির

নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দেশি বিদেশি সব মদের দাম বাড়লেও বিয়ারের দাম অপরিবর্তিত থাকবে। বিয়ারের দাম বাড়বে না বলেও বলা হয়েছে।

45
প্রশাসনের নির্দেশ

প্রশাসন জানিয়েছে, যেসব স্টক নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি করা সম্ভব নয়, সেগুলির জন্য নতুন হারে শুল্ক প্রযোজ্য হবে। সেই সমস্ত বোতলের নতুন দামের স্টিকার লাগানো বাধ্যতামূলক করা হয়েছে। গ্রাহকদের কাছ থেকেও নতুন নতুন অর্থাৎ বর্ধিত দাম নিতে হবে। সরকারি বিজ্ঞপ্তি সংশ্লিষ্টদের কাছে পাঠান হয়েছে।

55
মদের বাজারে অস্থিরতা

ডিসেম্বরের শুরুতেই রাজ্যে মদের বাজারে কিছুটা হলেও অস্থিরতা দেখা যেতে পারে। আর সময় বছরের অন্যান্য সময়ের তুলনায় মদের চাহিদাও বেশি থাকে। আবগারি দফতরের ঘোষণার পরে রাজ্যে মদের দাম বেড়ে কত হচ্ছে তাই নিয়ে হিসেব শুরু হয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে রাজ্য সরকারের আশে এর ফলে রাজ্যের শুল্কও অনেকটা বাড়তে পারে।

Read more Photos on
click me!

Recommended Stories