মমতা সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, সাধারণ ও তপশিলি জাতির মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনও সরকারি ঘোষণা হয়নি, তবে শীঘ্রই নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে।
বছর শেষে ফের খবরে মমতা সরকারের চালু করা ভাতা। এই রাজ্যে চালু আছে একাধিক ভাতা। এই তালিকায় আছে বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই সকল প্রকল্প দ্বারা মেলে আর্থিক সাহায্য।
25
প্রতি মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে ঢোকে অ্যাকাউন্টে। বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন সমাজের সকল স্তরের মানুষ। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে এল নয়া আপডেট।
35
মমতা সরকার ক্ষমতায় আসার পর রাজ্যের মহিলাদের জন্য চালু করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প দ্বারা সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এবার শোনা যাচ্ছে বাড়বে ভাতা।
দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বৃদ্ধি নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে। এবার শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বর অর্থাৎ আগামী বছর থেকে বাড়বে ভাতা। এবার সাধারণ জাতির মহিলারা ১৫০০ এবং তপশিলি জাতির মহিলারা ১৮০০ টাকা করে পাবেন।
55
এক কথায় প্রায় দ্বিগুণ হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। তবে, আপাতত এই ভাতা নিয়ে কোনও নতুন তথ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়নি। তবে, শোনা যাচ্ছে শীঘ্রই বাড়বে ভাতা। এখন অপেক্ষা ঘোষণার।