টানা ২ দিন স্কুল ছুটি, ২১ জুলাই তৃণমূলের মিছিলের জন্য বন্ধ এই স্কুলগুলি, পিছলো পরীক্ষাও

Published : Jul 19, 2025, 01:15 PM ISTUpdated : Jul 20, 2025, 02:34 PM IST

টানা দুই দিন ছুটি থাকছে কলকাতার কয়েকটি নামীদামি স্কুল। সোমবার ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই। যানজট ও অশান্তি এড়াতেই কয়েকটি স্কুল ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

PREV
110

টানা দুই দিন ছুটি থাকছে কলকাতার কয়েকটি নামীদামি স্কুল। সোমবার ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের ২১ জুলাই। যানজট ও অশান্তি এড়াতেই কয়েকটি স্কুল ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

210

কলকাতা হাইকোর্ট ২১ জুলাই যাতে সকাল থেকে যানজট না হয় তারই নির্দেশ দিয়েছে। সেই মত বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।

310

২১ জুলাই যানজট যাতে না হয় তারজন্য সোমবার সকাল থেকেই একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে। কোনও কোনও রাস্তায় যান চলাচল বন্ধ রাখাও হতে পারে।

410

কলকাতা পুলিশের বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সোমবার সকাল থেকেই কলকাতার একাধিক স্থানে পার্কিং নিয়ন্ত্রণে রাখা হবে। যারমধ্যে অন্যতম ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা।

510

২১ জুলাই যানজটের কারণে পড়ুয়াদের সমস্যা যাতে না হয় তারজন্য কয়েকটি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। যারমধ্যে সেন্ট জেমস, হাইস্কুল, ক্যালকাট গার্লস হাইস্কুল, প্র্যাট মেমোরিয়াল স্কুল, গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল।

610

অন্যদিকে কিছু কিছু স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা রাখছে। সেগুলি হল, লা মার্টিনিয়া বয়েজ ও গার্লস। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে এই দিন রাজনৈতিক মিছিল রয়েছে। তাই লোয়ার নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাই ক্লাস হবে।

710

বাতিল হয়েছে পরীক্ষাও। ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ইউনিট টেস্ট রয়েছে। সেগুলির দিন পরিবর্তন করে মঙ্গলবার অর্থাৎ ২২ জুলাই করা হয়েছে।

810

এই দিন সিধু-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিন পরিবর্তন করা হয়েছে। ২১ জুলাইয়ের পরীক্ষা ২৫ জুলাই নেওয়া হবে। বিশ্ববিদ্যায়ল কর্তৃপক্ষ জানিয়েছে অনিবার্য কারণবশত পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

910

অন্যদিকে মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড অ্যাকাডেমিতে স্টাডি লিভ দেওয়া হয়েছে। সাউথ পয়েন্ট স্কুল নিয়মিত ক্লাসের পরিবর্তে ১০.৩০ পর্যন্ত অভিভাবকদের সঙ্গে স্কুল শিক্ষকদের একটি বৈঠকের ব্যবস্থা করা হয়েছে।

1010

২১ জুলাই কলকাতায় সকাল থেকে দুপুর ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে গ্যাসের গাড়ি, মাছ, মাংসের মত পণ্যের গাড়ির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

Read more Photos on
click me!

Recommended Stories