বড়দিনে লোকাল ট্রেন নিয়ে যাত্রীদের দুর্ভোগের আশঙ্কা, একাধিক রুটের ট্রেন বাতিল

যাত্রাপথও বাতিল হচ্ছে বহু ট্রেনের। শনি ও রবি, দু’দিন ধরে বাতিল বা যাত্রাপথ বদল হওয়া ট্রেনের তালিকা প্রকাশ করল পূর্ব রেল। Local Trains cancelled in 24 and 25 december 2022 on Sealdah Route Railway

বিগত কয়েক মাস ধরেই হাওড়া-বর্ধমান শাখায় বিভিন্ন কাজের জন্য দফায় দফায় বাতিল হয়েছে অনেকগুলি লোকাল ট্রেন। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে দূরপাল্লার ট্রেনেরও। এবার ২৪ ও ২৫ ডিসেম্বর, অর্থাৎ চলতি সপ্তাহের শনি ও রবিবার আবার একাধিক ট্রেন বাতিল হতে চলেছে শিয়ালদহ শাখায়।

মেরামতির কাজের জন্য শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, ও কল্যানী সীমান্ত পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। সূত্রের খবর, শনি ও রবিবার নৈহাটি ও রানাঘাটের মধ্যে চলবে রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজ। সেই কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। ২৫ ডিসেম্বর, বড়দিনের দিন স্বাভাবিকভাবেই ভিড় বেশি থাকে যাত্রীদের। কিন্তু, এবছর বড়দিনেই ট্রেন বাতিল হওয়ার জেরে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা থাকছে।

Latest Videos

২৪ তারিখ, শনিবার বাতিল থাকছে, ৩১৮৪৩ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল। ৩১৮৩৮ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। ৩১৯২৯ আপ শিয়ালদহ- গেদে লোকাল। ডাউন গেদে-শিয়ালদা লোকাল। ৩১৫৩৯ আপ শিয়ালদহ- শান্তিপুর লোকাল। ডাউন শান্তিপুর-শিয়ালদহ লোকাল। ৩১৬২৯ এবং ৩১৬৩১ আপ শিয়ালদহ-রানাঘাট লোকাল ও ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। আপ কল্যাণী সীমান্ত-নৈহাটি লোকাল।

বড়দিনের দিন, অর্থাৎ রবিবার বাতিল থাকছে, ৩১৮১১ এবং ৩১৮১৫ আপ শিয়ালদহ- কৃষ্ণনগর লোকাল। ৩১৮১২ ডাউন এবং ৩১৮১৬ কৃষ্ণনগর-শিয়ালদা লোকাল। ৩১৫১১ ও ৩১৫১৩ আপ শিয়ালদহ- শান্তিপুর লোকাল। ৩১৫১২ ও ৩১৫১৬ ডাউন শান্তিপুর- শিয়ালদা লোকাল। ৩১৬১১ ও ৩১৬১৫ আপ শিয়ালদহ- রানাঘাট লোকাল। ৩১৬১৪ ও ৩১৬১৬ ডাউন রানাঘাট-শিয়ালদা লোকাল। ৩১৩১১, ৩১৩১৩ ও ৩১৩১৫ আপ শিয়ালদহ-কল্যাণী সীমান্ত লোকাল। ৩১৩১৪, ৩১৩১৬ এবং ৩১৩১৮ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদা লোকাল। ৩১১৯১ আপ নৈহাটি- কল্যাণী সীমান্ত লোকাল।

নৈহাটি-রানাঘাটের মধ্যে চলা ১৫২টি লোকাল ট্রেনের মধ্যে আপ ও ডাউন মিলিয়ে বাতিল থাকছে প্রায় ৩৪টি ট্রেন। একই সঙ্গে কিছু ট্রেনের যাত্রাপথও কমিয়ে দেওয়া হয়েছে। ঘুরপথে চালানো হবে কয়েকটি দূরপাল্লার ট্রেনও। যাত্রাপথে কোনওরকম ভোগান্তি এড়ানোর জন্য যাত্রীদের উদ্দেশে আগেই ঘোষণা করে ট্রেন বাতিলের কথা জানিয়ে দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। 


আরও পড়ুন-
শিলিগুড়ি থেকে গ্রেফতার পাকিস্তানি জঙ্গিদের গুপ্তচর, এই মেধাবী ছাত্র ছিলেন বিহারের কলেজে স্নাতক স্তরের পড়ুয়া
হলদিয়ায় শ্রমিক কমিটির শীর্ষ নেতৃত্বে ঋতব্রতর নাম ঘোষণা করলেন কুণাল, পুলিশের উদ্দেশে দিলেন হুঁশিয়ারি
 পুরুলিয়ায় আবাস যোজনা নিয়ে মানুষের ক্ষোভের মুখে চন্দ্রিমা ভট্টাচার্য, দায়ী করলেন কেন্দ্র সরকারের বিলম্বকেই

Share this article
click me!

Latest Videos

'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের