Lok Sabha Election 2024: লক্ষ্য মহিলা ভোট, প্রচারে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়

Published : Apr 06, 2024, 01:32 PM ISTUpdated : Apr 06, 2024, 01:53 PM IST
Anirban Ganguly

সংক্ষিপ্ত

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে দুর্নীতির পাশাপাশি মহিলাদের উপর অত্যাচার অন্যতম ইস্যু হয়ে গিয়েছে। যাদবপুরের বিজেপি প্রার্থীর প্রচারেও মহিলাদের নিরাপত্তার বিষয়টি উঠে আসছে।

সন্দেশখালির ঘটনাকেই এবারের লোকসভা নির্বাচনের প্রচারে অন্যতম হাতিয়ার করতে চাইছেন যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। তিনি প্রচারে মহিলাদের উপর অত্যাচার বন্ধের উপর জোর দিচ্ছেন। ধর্ষণ, খুন, মহিলাদের উপর অত্যাচার, মহিলাদের সম্মানহানির বিরুদ্ধে বিক্ষোভও দেখাচ্ছেন যাদবপুরের বিজেপি প্রার্থী। বারুইপুরে পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভও দেখানো হয়েছে। মহিলাদের ভোট বড় ভূমিকা পালন করতে পারে। সে কথা মাথায় রেখেই প্রচারে মহিলাদের উপর ঘটে চলা একের পর এক অপরাধের কথা উল্লেখ করছেন যাদবপুরের বিজেপি প্রার্থী। তাঁর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও একজন মহিলা। তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। তাঁর বিরুদ্ধে লড়াইয়ে মহিলাদের প্রসঙ্গই উত্থাপন করছেন অনির্বাণ।

জনসংযোগে যাদবপুরের বিজেপি প্রার্থী

দক্ষিণবঙ্গে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। তার মধ্যেও প্রচার চালিয়ে যাচ্ছেন যাদবপুরের বিজেপি প্রার্থী। শুক্রবার সকালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯৮ নম্বর ওয়ার্ডে বাঁশদ্রোণী বাজার থেকে নেতাজি নগর মোড়ে নেতাজি মূর্তি পর্যন্ত প্রচার চালান অনির্বাণ। এই অঞ্চল তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানেই জনসংযোগ সারেন যাদবপুরের বিজেপি প্রার্থী। শাসক দলের গড়ে ভাঙন ধরানোই তাঁর লক্ষ্য। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে অভিনেত্রী মিমি চক্রবর্তীর জয় নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। এবারও এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী একজন অভিনেত্রী। বিজেপি প্রার্থীর আশা, পরপর ২ বার অভিনেত্রীদের জেতাবেন না যাদবপুরের ভোটাররা।

জোরদার প্রচারে বিজেপি প্রার্থীরা

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই জোরদার প্রচার শুরু করে দিয়েছেন অনির্বাণ। তিনি ভোটারদের মন জয় করার জন্য সবরকম চেষ্টা করছেন। প্রতিদিনই সকাল থেকে জনসংযোগ শুরু করছেন বিজেপি প্রার্থী। তিনি প্রচারে ফাঁক রাখছেন না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

কৃষ্ণনগরে প্রচারে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান! মেজাজ হারালেন মহুয়া মৈত্র

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়