Agnimitra Paul: দিলীপ ঘোষের কেন্দ্রে প্রার্থী, বিজেপি-র গড় রক্ষা করতে পারবেন অগ্নিমিত্রা পল?

Published : Apr 13, 2024, 12:55 AM IST

২০১৯ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জয় পান তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবার এই কেন্দ্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিলীপকে। তাঁর পুরনো কেন্দ্রে প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল।

PREV
18
মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে প্রচারে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল

গত কয়েক বছরে রাজ্য বিজেপি-র লড়াকু নেত্রী হিসেবে উঠে এসেছেন অগ্নিমিত্রা পল। তিনি এবার লোকসভা নির্বাচনে জয় পেতে মরিয়া।

28
লোকসভা নির্বাচনে মহিলা ভোটারদের আকর্ষণ করতে চাইছেন অগ্নিমিত্রা পল

এবারের লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে লড়াই তারকাখচিত। এই লড়াইয়ে জয় পাওয়ার জন্য মহিলা ভোটারদের নিজের দিকে টানার লক্ষ্যে অগ্নিমিত্রা।

38
এবারের লোকসভা নির্বাচনে অগ্নিমিত্রা পলের প্রধান লড়াই জুন মালিয়ার বিরুদ্ধে

মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। তাঁর বিরুদ্ধে লড়াই করছেন অগ্নিমিত্রা পল।

48
দলের পাশাপাশি ব্যক্তিগত পরিচয় কাজে লাগিয়ে জয় পেতে মরিয়া অগ্নিমিত্রা পল

ফ্যাশন ডিজাইনার হিসেবে বিখ্যাত অগ্নিমিত্রা পল। তাঁর নিজস্ব পরিচিতি আছে। ভোটের প্রচারে সেই পরিচিতি কাজে লাগাতে চাইছেন তিনি।

58
ভোটের প্রচারে মেদিনীপুরের গ্রামীণ অঞ্চলে পৌঁছে যাচ্ছেন অগ্নিমিত্রা পল

মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বেশিরভাগ অঞ্চলই গ্রামীণ। সেখানে জোরদার প্রচার চালাচ্ছেন অগ্নিমিত্রা পল।

68
খড়্গপুর অঞ্চলে অবাঙালি ভোটারদের নিজের দিকে টানার লক্ষ্যে অগ্নিমিত্রা পল

খড়্গপুরে অনেক অবাঙালির বাস। লোকসভা নির্বাচনে তাঁদের ভোট বড় ভূমিকা পালন করতে পারে। অবাঙালিদের আকর্ষণ করতে মরিয়া অগ্নিমিত্রা।

78
মেদিনীপুরে গ্রামীণ অঞ্চলে চড়ক উৎসবে জনসংযোগে ব্যস্ত অগ্নিমিত্রা পল

গ্রামাঞ্চলে গাজন বা চড়ক উৎসব অত্যন্ত জনপ্রিয়। এই উৎসবে যোগ দেওয়ার মাধ্যমে জনসংযোগ সেরে নিচ্ছেন অগ্নিমিত্রা পল।

88
নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কথা বলে ভোট চাইছেন অগ্নিমিত্রা পল

ভোটের প্রচারে কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্যের কথা উল্লেখ করছেন অগ্নিমিত্রা পল।

Read more Photos on
click me!

Recommended Stories