Mahua Moitra: 'তুমি আসল শেরনি!', কেন মায়ের পোস্ট শেয়ার করে এই কথা বললেন মহুয়া মৈত্র

Published : Apr 03, 2024, 07:08 PM IST
Mamata Banerjee rallies in Dhubulia for Krishnanagar TMC candidate Mahua Moitra targets Left Congress  BJP bsm

সংক্ষিপ্ত

মহুয়া যে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেখানে ক্যপশনে কটাক্ষ করে লিখেছেন, বিজেপির নিত্যদিন ইডি অথবা সিবিআইএর লাভফেস্টে আমার মায়ের উত্তর। 

কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের মা এবার পাশে দাঁড়ালেন। তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা তদন্ত চালাচ্ছিল। এবার আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন মামলা বা PMLA যুক্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারই মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থা। তারপরই মেয়েকে হোয়াটসঅ্যাপে অভয় বার্তা দিয়েছেন তাঁর মা। মায়ের সেই বার্তা মহুয়া নিজের সোশ্যাল মিডিয়া থেকে পোস্টও করেছেন।

মহুয়া যে স্ক্রিনশট সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন সেখানে ক্যপশনে কটাক্ষ করে লিখেছেন, বিজেপির নিত্যদিন ইডি অথবা সিবিআইএর লাভফেস্টে আমার মায়ের উত্তর। তুমি রক মমি- আসল শেরনি! তারপরই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে মহুয়ার মা বলেছেন, তাঁর নামে পাওয়ার অ্যাটর্নি তৈরি করে রাখো। যদি কোনও কারণে তোমাকে তুলে নেওয়া হয় তাহলে তিনি মহুয়ার মনোনয়নপত্র দাখিল করে দেবেন। যার অর্থ মেয়ের পুরোপুরি পাশে রয়েছেন মা। মহুয়া তাঁর মাকে শেরনি বলেও অভিহিত করেছে।

বুধবার সকালে অন্য একটি পোস্টে মহুয়া রীতিমত কটাক্ষ করেছিলেন শাসক দল বিজেপিকে। হিন্দিতে তিনি লেখেন, বিজেপির দরজা খোলা আছে। এবার চলে এসো, নাহলে ঠিকানা হবে তিহার জেলে। এই পোস্টের মাধ্যমে মহুয়া বিজেপির বিরুদ্ধে চাপের রাজনীতির অভিযোগ করেছেন। তিনি কটাক্ষ করেছেন, বিজেপিতে যোগ না দিলে এভাবেই হেনস্থা করা হবে।

এনফোর্সমেন্টি ডিরেক্টরেট কৃষ্ণনগেরর তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুগ্ধে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করেছে। তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে টাকা নেওয়া ও তার বিনিময় সংসদে প্রশ্ন করার অভিযোগ আগেই ছিল। ক্যাস -অন- কোয়ারি মামলায় আগে দুইবার তাঁকে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই জিজ্ঞাসাবাদের জন্য ডেকেও পাঠিয়েছিল। কিন্তু ব্যস্ত রয়েছে- এই কথা বলে হাজিয়া এড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সিবিআই-এর সেই মামলার ওপর ভিত্তি করেই এবার মহুয়ার বিরুদ্ধে আসরে নামল ইডি।

ক্যাস- অন - কোয়ারি মামলায় মহুয়া মৈত্রকে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল। এই মামলার তদন্ত করছে সিবিআই। সম্প্রতি তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু ব্যস্ততার কারণ দেখিয়ে হাজিয়া এড়িয়ে যান মহুয়া। তার এক দিন পরেও মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করে ইডি। তবে এর আগেই মহুয়া মৈত্র ও দর্শন হিরানন্দানিকে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট বা FEMA লঙ্ঘনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি আগেই সমন পাঠিয়েছিল।

 

PREV
click me!

Recommended Stories

উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়