Mamata Banerjee: 'বাঁ... তোমার ৭ টাকা বাড়ানোর দরকার নেই,' মমতার মুখে এ কী ভাষা! ভাইরাল ভিডিও

পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা সময় শালীনতা, ভদ্রতা, সৌজন্য, পারস্পরিক শ্রদ্ধা বজায় ছিল। কিন্তু গত কয়েক বছরে সেসব উধাও হয়ে গিয়েছে। খুব কম সময়ই সৌজন্য দেখা যায়।

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় সরকার তথা বিজেপি-কে আক্রমণ করতে গিয়ে মঞ্চে প্রকাশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর সেই মন্তব্য। বিজেপি-র পক্ষ থেকে এই মন্তব্যকে হাতিয়ার করে মমতাকে তীব্র কটাক্ষ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ক্লিপ শেয়ার করে লেখা হয়েছে, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রীর ভাষা এত নিম্নরুচির? জঘন্য! লজ্জা হওয়া উচিত।’ বিজেপি-র শেয়ার করা ভিডিও নিয়ে এখন দেশজুড়ে শোরগোল। অনেকেই প্রকাশ্যে এই ধরনের মন্তব্যের নিন্দা করছেন। অনেকে আবার দাবি করছেন, পশ্চিমবঙ্গে সংস্কৃতি, ভদ্রতাবোধের অভাব দেখা যাচ্ছে।

বারবার কেন বিতর্কিত মন্তব্য মমতার?

Latest Videos

গত কয়েক বছরে অনেকবারই মমতার মুখ থেকে আপত্তিকর শব্দ শোনা গিয়েছে। কখনও নরেন্দ্র মোদীকে 'তুই' সম্বোধন করা, কখনও আবার মঞ্চ থেকেই ছাপার অযোগ্য ভাষা ব্যবহার করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। কয়েক বছর আগে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভায় অশ্লীল শব্দ ব্যবহার করেন তিনি। এরপর থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বিভিন্ন সভায় বারবার তাঁকে অশ্লীল ও আপত্তিকর শব্দ প্রয়োগ করতে শোনা গিয়েছে। সম্প্রতি কোচবিহার, চালসায় লোকসভা নির্বাচনের প্রচারে গিয়েও আপত্তিকর শব্দ ব্যবহার করেন মমতা। একজন পোড়খাওয়া রাজনীতিবিদের বারবার এভাবে প্রকাশ্যে অশ্লীল শব্দ ব্যবহার করা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া হচ্ছে।

কেন মেজাজ হারাচ্ছেন মমতা?

জাতীয় ও রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস কি চাপে আছে? সেই কারণেই কি লোকসভা নির্বাচনে খারাপ ফলের আশঙ্কায় মেজাজ হারাচ্ছেন মমতা? রাজনৈতিক মহলে এই আলোচনা চলছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার আগে পর্যন্ত সব দলই চিন্তায়। তবে রাজ্যের শাসক দলের চিন্তা একটু বেশি বলেই মনে হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Mamata Banerjee: 'এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়!', মোদীকে আক্রমণ করে কি বললেন মমতা

'এজেন্সিকে লাগাতার আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, উত্তেজিত, বিভ্রান্ত' আক্রমণে শুভেন্দু

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari