দলের বাকি সমস্ত তাবড় নেতাদের হাতে জেলার খুঁটিনাটি দেখভালের দায়িত্ব দিলেও মূল রাশ তাঁর অধীনেই রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বৈঠকে অনুব্রত মণ্ডলকে নিয়ে দল কোনও বিশেষ সিদ্ধান্ত নেবে কিনা, সেই দিকেই নজর রেখেছে রাজনৈতিক মহল।
অনুব্রত মণ্ডল ২০২২ সালের অগাস্ট মাস থেকে গ্রেফতার হয়ে দীর্ঘ দিন ধরে ইডি-র হাতে বন্দি থাকার ফলে বীরভূমে রাশ হালকা হচ্ছে শাসকদল তৃণমূলের। বিপদ বুঝে আগেই সেই জেলার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলেন স্বয়ং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়িত্ব সামলাতে তৈরি হয়েছে ৭ সদস্যের কোর কমিটি। এবার সেই কমিটির কাজ খতিয়ে দেখে আরও বড়সড় পদক্ষেপ নিতে পারেন দলনেত্রী মমতা। এবিষয়ে কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তিনি।
শুক্রবার বীরভূমের শীর্ষ নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে, প্রতি সপ্তাহে তিনটি করে জেলার সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই অনুযায়ী প্রথমেই বৈঠক করেছিলেন মুর্শিদাবাদ জেলা-নেতৃত্বের সঙ্গে। তারপর কলকাতায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাতের পরেই সাক্ষাৎ করেছেন ওড়িশার বিজেডি প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে। এরপর আবার জেলার বৈঠকে মন দিয়ে ফের ডেকে নিয়েছেন বীরভূম জেলাকে।
উল্লেখ্য, প্রায় ৭ মাস ধরে বিরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়ে থাকলেও দলীয় পদ থেকে তাঁকে সরাননি দলের সুপ্রিম নেত্রী। বদলে তাঁর দায়িত্ব তুলে নিয়েছেন একেবারে নিজের হাতেই। লালমাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, বীরভূম জেলা সংগঠনের দেখভাল তিনি নিজেই করবেন। এই দায়িত্ব অত্যন্ত গুরুতর বলেই মনে করেছে শাসকদল। দলের বাকি সমস্ত তাবড় নেতাদের হাতে জেলার খুঁটিনাটি দেখভালের দায়িত্ব দিলেও মূল রাশ তাঁর অধীনেই রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বৈঠকে অনুব্রত মণ্ডলকে নিয়ে দল কোনও বিশেষ সিদ্ধান্ত নেবে কিনা, সেই দিকেই নজর রেখেছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন-
Weight Loss Tips: শুধু ব্যায়াম করলেই হবে না, তাড়াতাড়ি ওজন কমানোর জন্য ওয়ার্কআউটের পর অবশ্যই খান এই কয়েকটি খাবার
শিলিগুড়ি ও দার্জিলিংয়ে আয়োজিত জি ২০-র বৈঠক, ১ থেকে ৩ এপ্রিলের এই বৈঠকই ঘুরিয়ে দিতে পারে পর্যটন শিল্পের মোড়