Published : Jun 07, 2025, 02:03 PM ISTUpdated : Jun 10, 2025, 03:35 PM IST
25 percent DA outstanding: সুপ্রিম কোর্ট গত ১৬ মে নির্দেশ দিয়েছিল ৬ সপ্তাহের মধ্য়েই রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। তাতেই ডিএ নিয়ে কিছুটা হলেও সন্তোষ পেয়েছিলেন রাজ্যের সরকরি কর্মীর।
শেষপর্যন্ত বকেয়া ২৫ শতাংশ ডিএ বা মহার্ঘ ভাতা মিটিয়ে দেবে রাজ্য সরকার। এই আশায় রয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা।
210
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্ট গত ১৬ মে নির্দেশ দিয়েছিল ৬ সপ্তাহের মধ্য়েই রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। তাতেই ডিএ নিয়ে কিছুটা হলেও সন্তোষ পেয়েছিলেন রাজ্যের সরকরি কর্মীর।
310
রাজ্য সরকারের উদ্যোগ
সম্প্রতি ডিএ মিটিয়ে দেওয়ার ব্যপারে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। কর্মীদের সংখ্যা জানার পাশাপাশি প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে ডিএ দিতে।
সুপ্রিম কোর্টের নির্দেশের পর ১৫ দিনেরও বেশি কেটে গিয়েছে। কিন্তু এখনও একটা টাকাও হাতে পাননি রাজ্যের সরকারি কর্মীরা। এই অবস্থায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে।
510
সুপ্রিম কোর্টের নির্দেশ
সুপ্রিম কোর্টের নির্দেশ হল মাত্র ৬ সপ্তাহের মধ্যেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। আর ৬ সপ্তাহ শেষ হবে আগামী ২৭ জুন। তাই রাজ্য সরকারি কর্মীদের একাংশের আশা আগামী ২৭ জুনের মধ্যেই ডিএ হাতে পাবেন।
610
নবান্নের ঘোষণা
নবান্ন এখনও বকেয়া ২৫ শতাংশ ডিএ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই বলেনি। তবে সূত্রের খবর ডিএ মিটিয়ে দেওয়ার বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে। কর্মীদের সংখ্যা জানাতে চেয়েছে অর্থ দফতর। পাশাপাশি প্রযুক্তির ব্যবহারও করা হচ্ছে।
710
পরবর্তী শুনানি
সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের ডিএ মামলার পরবর্তী শুনানি আগামী অগস্ট মাসে। তবে ডিএ বিষয়ে রিপোর্ট করতে হবে ৪ সপ্তাহের মধ্যে। অর্থাৎ এই মাসেই রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।
810
বয়েকা ডিএর সময়কাল
বকেয়া ২০০৯ থেকে ২০১৯ সালের সময়কালের জন্য প্রযোজ্য। তবে সঠিক সময়কাল জানার জন্য রাজ্যের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে।
910
রাজ্য সরকারি কর্মীদের দাবি
রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের সঙ্গে সমহারে ডিএ বা মহার্ঘ ভাতা দাবি করেই আইনি লড়াই লড়ছিল।
1010
ডিএর ফারাক
বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পান ৫৫% হারে। এই বিশাল পার্থক্য নিয়েই দীর্ঘ দিন ধরে মামলা চলছে।