বীরভূমের নেতাদের সঙ্গে বৈঠক মমতার, কাজল শেখ-সহ নতুন তিন জনের ঠাঁই কোর কমিটিতে

চলতি বছর পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘাসফুল শিবির পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

সোমবার থেকে তিন দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই তিনি গেছেন বীরভূমে। অনুব্রত মণ্ডল বিহীন বীরভূমে এই প্রথম সফর করছে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনেই তিনি জেলার নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের আগে তিনি দলের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন। পাশাপাশি জেলার কোর কমিটিতে নতুন তিন নেতাকেও ঠাঁই দিয়েছেন তিনি।

বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল গত বছর থেকেই গরুপাচারকাণ্ডে জেলবন্দি। সিবিআই তাঁকে গ্রেফতার করেছে। এই অবস্থায় এখনও পর্যন্ত বীরভূমের সভাপতি হিসেবে তাঁকেই রেখে দিয়েছেন মমতা। কিন্তু সম্প্রতি বীরভূমে তৃণমূল বিরোধী বিক্ষোভ ক্রমশই বাড়ছে। এই অবস্থায় মমতার জেলা সফর যথেষ্ট তাৎপর্যন্ত পূর্ণ। চলতি বছর পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা হয়েছে। আগামী বছর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ঘাসফুল শিবির পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের পরিস্থিতি খতিয়ে দেখতেই মমতা সোমবার বৈঠক করেন তৃণমূলের জেলার নেতাদের সঙ্গে।

Latest Videos

বোলপুরে এদিন মমতা একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানেই তিনি জেলার কোর কমিটি গঠন করেন। নতুন কোর কমিটিতে তিন নেতাকে স্থান দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কোর কমিটিতে নেওয়া হয়েছে, কাজল শেখ, শতীব্দী রায়, অসিত মালকে। বীরভূমের রাজনীতিতে কাজল শেখ অনুব্রতর বিপরীত লবি বলেও পরিচিত।

অনুব্রত মণ্ডল বীরভূমের দাপুটে তৃণমূল নেতা হিসেবেই পরিচিত। তাঁর রাজনৈতিক জীবনে যথেষ্ট বিতর্ক রয়েছে। কিন্তু গরু পাচারকাণ্ডে তাঁকে গ্রেফতার করেছে সিবিআই। তিনি যাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি না হতে পারেন তার জন্যও আলাদা নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যাইহোক তৃণমূলকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত ছাড়াই লড়াই করতে হবে। এখন থেকেই তার প্রস্তুতি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৮ সলে পঞ্চায়েত নির্বাচনে অধিকাংশ আসনে জয়ী হয়েছিল তৃণমূল। যদিও বিজেপি এই জেলায় তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে কাঠগড়ায় দাঁড় করায় অনুব্রত মণ্ডলকে।

বুধবার বোলপুর সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সেখানে রাজ্য সরকারের প্রকল্প তুলে দেবেন স্থানীয় মানুষের হাতে। প্রশাসনিক সভাও করার কথা রয়েছে। পরের দিন বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুর থেকে যাবেন বর্ধমানে। সেখানে সেখানও রয়েছে সরকারি কর্মসূচি। বর্ধমান থেকেই মমতা ফিরে আসবেন কলকাতায়।\

বাল্যবিবাহ বন্ধ করতে কঠোর প্রশাসন, শুক্রবার ভোর থেকে অভিযানে পুলিশের জালে ১৮০০ জন

মমতাকে নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের জারি করা বিজ্ঞপ্তি লজ্জাজনক! মুখ্যমন্ত্রীর পাশে দাড়িয়ে প্রতিক্রিয়া বুদ্ধিজীবীদের

বছরে আড়াই লক্ষ চাকরির ঢালাও প্রতিশ্রুতি, ত্রিপুরায় ক্ষমতায় ফিরতে মরিয়া বামেদের ঘোষণায় বছরে ২ বার ডিএ

 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
লজ্জা মমতার! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা!| Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari