'এটাই নিউটন তত্ত্ব', দিলীপের পাশে দাঁড়িয়ে কুকথা প্রসঙ্গে পাল্টা মন্তব্য শুভেন্দুর

Published : Mar 23, 2025, 08:09 PM IST
 Suvendu-Dilip in the Assembly,

সংক্ষিপ্ত

Suvendu Adhikari stands by Dilip Ghosh: শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষের। মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ইস্যুতে স্পষ্ট করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ইট মারলে পাটকেল খেতে হবে। 

Suvendu Adhikari stands by Dilip Ghosh: শুভেন্দু অধিকারী পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষের। মহিলাদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ইস্যুতে স্পষ্ট করে শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ইট মারলে পাটকেল খেতে হবে। পাশপাশি খাড়া করলেন নিউটন তত্ত্ব। তিনি বলেছেন, 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এই মহিলারা যে আচরণ করেছেন তারই জবাব দিয়েছেন দিলীপদা।'

গত শুক্রবার রাস্তা উদ্বোধনের সময় কয়েক জন মহিলা তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁরা দিলীপের বিরুদ্ধে বেপাত্তা হয়ে যাওয়ার অভিযোগও তোলা হয়। কয়েকজন মহিলা তাঁকে ঘিরে ধরে প্রশ্ন করেন, 'দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন?' এলাকার কাউন্সিলর প্রদীপ সরকার। যদিও প্রথম দিকে চুপ থাকেন দিলীপ ঘোষ। পরবর্তীকালে তিনি জবাব দেন। তিনি বলেন, 'আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করবে, যাও।' এক মহিলা পাল্টা দিলীপকে জিজ্ঞাসা করেন আপনি বাপ তুললেন কেন? দিলীপের উত্তর, 'এই চেঁচাবে না, গলা টিপে দেব। টাকা দিয়েছি...।'এখানেই থেমে না থেকে দিলীপ বলেন, 'শুধু বাপ নয়, চোদ্দো পুরুষ তুলব।'

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিজেপির কর্মী থেকে দিলীপের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভ হটানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে যায় খড়্গপুর টাউন থানার পুলিশ। পরে দিলীপ ঘোষের গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় বসে পড়েন মহিলারা। অনেককে দেখা যায়, দিলীপের গাড়িতে চাপড় মারতে। শেষমেশ বিক্ষোভের মধ্যে ওই জায়গা থেকে বেরিয়ে যান দিলীপ।

এই প্রসঙ্গে রবিবার হলদিয়াতে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'দিলীপদা সাংসদ থাকাকালীন নিজের সংসদ তহবিল থেকে রাস্তা তৈরির টাকা দিয়েছিলেন। সেই জন্য উদ্বোধন করতে গিয়েছিলেন। তা ওই মহিলারা সব তৃণমূলের লোক। তাঁরা কেন এসে ওনাকে উল্টোপাল্টা করা বলেছিলেন? তই দিলীপদাও পাল্টা জবাব দিয়েছেন। এটাই তো নিউটন তত্ত্ব। ইট মারলে পাটকেল খেতে হবে। সব কাজেরই পাল্টা প্রতিক্রিয়া রয়েছে। '

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Today Live News: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী