Narendra Modi: 'রামকৃষ্ণ মিশন ইস্কনের সন্তদের অপমানের জবাব পাবেন মমতা', পুরুলিয়ায় দাঁড়িয়ে হুংকার মোদীর

Published : May 19, 2024, 02:58 PM IST
modi

সংক্ষিপ্ত

নরেন্দ্র মোদী পুরুলিয়ায় ভোট প্রচারে বলেন স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। 

পুরুলিয়ায় ভোট প্রচারে গিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যাযকে নিশানা করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন স্বামী বিবেকানন্দ, প্রভুপাদ, প্রণবানন্দ মহারাজের অপমান দেশ সহ্য করবে না। যে সরকার বাংলার মানুষের সংস্কৃতিকে সম্মান করে না, তাদের ভোটের শক্তি দিয়ে সাজা দিন, যাতে ওরা আর সন্ত, সাধুদের অপমান করতে না পারে। সম্প্রতি ভোট প্রচারে মমতা অভিযোগ করেন রামকৃষ্ণ মিশন ও ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের একাংশ সরাসরি রাজনীতি করছেন। এদিন পুরুলিয়ার জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তারই উত্তর দেন।

নরেন্দ্র মোদী বলেন, 'দুঃখের সঙ্গে বলছি স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গিয়েছিলেন, ভারতের কথা বলতেন, তখন অনের মানুষ তাঁর ভক্ত হয়ে গিয়েছিল। যারা ভারতকে ঘৃণা করত তারা অপমান করেছিল বিবেকানন্দকে । কিন্তু তিনি মা ভারতীয় অভিযানে বেরিয়েছিলেন। তিনি ভয় পাননি। বাংলায় আজ এমনই হচ্ছে। নির্বাচনে বাংলার মানুষকে ভয় দেখাতে সব সীমা পার করেছে তৃণমূল সরকার। দেশ, দুনিয়ায় ইস্কনকে সকলে চেনে। রামকৃষ্ণ তৈরি করেছিলেন বিবেকানন্দ। সেবার জন্ ভারত সেবাশ্রমকে সারা দুনিয়া চেনে। এই সংগঠনগুলি ভারতের নাম উজ্জ্বল করেছে।কিন্তু আজ বাংলার মুখ্যমন্ত্রী সেই ইস্কন, ভাত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশনকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন। প্রকাশ্যে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। সারা দুনিয়ায় ছড়িয়ে রয়েছে এদের ভক্তরা। তারা সেবার কাজ করেন। বাংলার সরকার তাদের দিকে আঙুল তুলেছে। নাম নিয়ে হুমকি দিচ্ছে। এত সাহস!' মোদী আরও বলেন মমতা নিজের ভোট ব্যাঙ্ককে খুশি করার জন্য এজাতীয় কাজ করছেন। তিনি আরও বলেন বাংলার মানুষের ভাবাবেগ নিয়ে তিনি চিন্তিত নন। মোদী বলেন যে সরকার বাংলার মানুষেক সংস্কৃতিকে সম্মান না করে তাদের ভোটের দিয়ে সাজা দিতে হবে। যাতে তারা আর সাধু সন্তদের অপমান করতে না পারে।

মঞ্চে ছিঁড়ল মমতার হাওয়াই চটি, সেফটিপিন দিয়ে জোড়াতাপ্পি মেরে রাস্তায় নামলেন তৃণমূল নেত্রী

Viral Video: মমতার সভার আগে এভাবে জল অপচয়? 'হীরক রানি' কটাক্ষ করে শুভেন্দুর পোস্ট করা ভিডিও ভাইরাল

এদিন শুখা পুরুলিয়ায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী মমতার সরকারের দিকে জল দানে বাধা দেওয়ার অভিযোগ তোলেন। তিনি বলেন. ১২ কোটিরও বেশি ঘরে জল পৌঁছে দিয়েছে মোদী সরকার। কিন্তু পুরুলিয়া তা করতে দিচ্ছে না তৃণমূল সরকার। পুরুলিয়ার জনসভা থেকে নরেন্দ্র মোদী দুর্নীতির অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করেন। পাশাপাশি কর্মসংস্থানের গ্যারান্টিও দেন। তিনি বলেন, রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাশ করেছেন তিনি। ১১ হাজার কোটি টাকার প্রকল্প চালু হলেও কর্মসংস্থান হবে বলেও তিনি দাবি করেন।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ডিসেম্বরের শুরুতেই শীতের ব্যাটিং শুরু, সপ্তাহান্তে পারা পতনে কাঁপবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ
TMC-তে বড় ভাঙন! মমতার তুলোধোনা করে জঙ্গিপুরে তৃণমূল ছেড়ে মিমের পতাকাতলে ৫০ যুবক