
New Jalpaiguri Railway Station Renovation: নতুন সাজে সেজে উঠছে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। শুক্রবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে সংস্কারের কাজ পরিদর্শনে গেলেন দার্জিলিংয়ের (Darjeeling) বিজেপি (BJP) সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। তাঁর সঙ্গে ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চট্টোপাধ্যায় (Sikha Chatterjee)। নতুন সাজে সেজে ওঠা নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাজ আর দু'বছরের মধ্যেই সমাপ্ত হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাজ অর্ধেক সম্পন্ন হয়েছে বলেই শুক্রবার জানিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি সংসদ। নতুন এই স্টেশনে যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে নানান পরিকাঠামো তৈরি হচ্ছে বলেও জানান দার্জিলিংয়ের বিজেপি সংসদ। অত্যাধুনিক এই নিউ জলপাইগুড়ি স্টেশনের কাজ সম্পন্ন হতে আর দুই বছর লাগবে বলেই জানান সাংসদ। তবে তিনি বলেন ২০২৬ সালের মার্চেই যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে সুবিধা হবে।
৩৩৪ কোটি টাকা ব্যয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের নতুন রূপ দেওয়ার কথা ছিল। কিন্তু স্টেশনের বিদ্যুতায়ন এবং আরও অন্যান্য পরিকাঠামোর জন্য রেল মন্ত্রক ওই খরচ বাড়িয়ে ৪৭৫ কোটি টাকা করেছে। কেবলমাত্র নিউ জলপাইগুড়ি রেল স্টেশনই নয়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ের (Darjeeling Himalayan Railway) জন্য ও তৈরি হচ্ছে নতুন বিল্ডিং। পাশাপাশি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের পরিকাঠামোর উন্নয়ন হবে। ৬০ হাজার যাত্রী নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রতিদিন যাতায়াত করেন। দার্জিলিংয়ের সাংসদ বলেন, স্টেশনের উন্নতিকরণ হয়ে গেলে এই স্টেশনের যাত্রী সংখ্যা দ্বিগুণ হবে। ভারত সরকার,প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী-সহ রেলের পদস্থ আধিকারিকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাজু। পাশাপাশি জলপাইগুড়ির বিজেপি সাংসদ এবং ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ককেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজেপি সাংসদ। এই কাজে কোনওরকম দুর্নীতি হবে না, এমনটাই দাবি করেন রাজু।
নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের যা পরিস্থিতি ছিল তার উন্নতিকরণ খুব প্রয়োজন ছিল। আর সেটাই করল ভারতীয় রেল। তবে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পার্শ্ববর্তী এলাকায় জঞ্জাল এবং রাস্তাঘাট ভালো নেই। সেগুলি সংস্কার করা উচিত বলেই জানান রাজু।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।