জারি হল নতুন নিয়ম, এই মার্চেই বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার হাজার অ্যাকাউন্ট?

Published : Mar 05, 2025, 08:52 AM ISTUpdated : Mar 05, 2025, 09:07 AM IST

পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন নিয়ম চালু হয়েছে। সিঙ্গেল অ্যাকাউন্ট, আধার লিঙ্ক এবং KYC জমা না থাকলে বন্ধ হয়ে যেতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট। মহিলাদের জন্য এই ভাতা প্রকল্পে নতুন নিয়মের প্রভাব পড়বে।

PREV
110

পশ্চিবঙ্গে চালু আছে বিভিন্ন ভাতা ও প্রকল্প। রাজ্যবাসীকে আর্থিক সাহায্য দানের উদ্দেশ্যে এই সকল ভাতা চালু করেছেন মমতা সরকার।

210

রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলকে ভাতা দিয়ে থাকে মমতা সরকার। মাসে ১০০০ থেকে ১৫০০ টাকা করে দেওয়া হয় ভাতা।

410

এই সকল ভাতার মধ্যে সব থেকে বেশ খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

510

এই রাজ্যের সাধারণ জাতির মহিলারা ১০০০ এবং তপশিলি মহিলারা ১২০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।

610

এবার এই লক্ষ্মীর ভাণ্ডার ভাতা নিয়ে প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, জারি হল নতুন নিয়ম।

710

নতুন নিয়ম জারি হলে এই মার্চেই বন্ধ হতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার হাজার অ্যাকাউন্ট।

810

যে অ্যাকাউন্টে টাকা ঢোকে তা সিঙ্গেল না হলে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

910

যে অ্যাকাউন্টে টাকা ঢোকে তাতে আধার লিঙ্ক করা না হলে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

1010

যে অ্যাকাউন্টে টাকা ঢোকে তাতে KYC জমা না থাকলে আর পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার ভাতা।

click me!

Recommended Stories