পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ? বিশেষ ঘোষণা সপ্তম পে কমিশন নিয়ে

Published : Mar 05, 2025, 07:19 AM IST

পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। শোনা যাচ্ছে, গঠিত হবে সপ্তম পে কমিশন এবং তাদের বেতন হবে দ্বিগুণ। সম্ভবত, চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে সপ্তম পে কমিশনের।

PREV
110

ফের খবরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। খবর তাদের বেতন বৃদ্ধি ঘিরে।

210

কদিন আগে ডিএ নিয়ে খবরে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। দীর্ঘ জল্পনার পর তাদের ডিএ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

410

শোনা যাচ্ছে, গঠিত হবে সপ্তম পে কমিশন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বেতন হবে দ্বিগুণ।

510

কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম পে কমিশনের কথা ঘোষণা করেছে। তা ২ জানুয়ারি থেকে কার্যকর হবে।

610

এরই মাসে সুখবর এ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য। বেতন হবে দ্বিগুণ।

710

সম্ভবত, চলতি বছরের সেপ্টেম্বরে ঘোষণা হবে। সপ্তম পে কমিশনের।

810

২০২৬ সালের মধ্যে হবে রিপোর্ট পেশ। আর ২০২৭-২৮ সালের মধ্যে কার্যকর হবে এই কমিশন।

910

রাজ্যে বর্তমানে চালু আছে ষষ্ঠ পে কমিশন। এই ষষ্ঠ পে কমিশন গঠিত হয়েছিল ২০১৫ সালে। কার্যকর হয় ২০১৯ সালে।

1010

জিনিসপত্রের দাম বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে প্রতি ১০ বছর অন্তর গঠিত হয় পে কমিশন।

click me!

Recommended Stories