ধেয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। বৃষ্টিতে ভিজবে এই চার জেলা। এমনই জানাল আবহাওয়া দফতর।
সামনেই দোল উৎসব। তার আগেই সামান্য কমল গরম।
আগামী দুদিন আরও কমবে গরম। এমনই জানাল হাওয়া অফিস।
আগামী ২ দিন প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। তবে দিনের তাপমাত্রা কমবে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
তেমনই আজ ও আগামীকাল দার্জিলিং -এ হতে পারে হালকা বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা আছে।
আগামী কাল দার্জিলিং সহ কালিম্পং-ও হতে পারে বৃষ্টি।
শুক্র, শনি, রবি এই তিন দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায়।
পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টি হবে।
আজ কলকাতার তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
Sayanita Chakraborty