NIRF Ranking 2023: দেশের সেরা কলেজের তালিকায় চতুর্থ যাদবপুর, অনেকটা পিছিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়

Published : Jun 06, 2023, 10:17 AM ISTUpdated : Jun 06, 2023, 10:19 AM IST
Jadavpur University

সংক্ষিপ্ত

উল্লেখযোগ্য এটাই যে, পশ্চিমবঙ্গ থেকে দন্ত চিকিৎসার কোনও বিশ্ববিদ্যালয় দেশের সেরার তালিকায় স্থান পায়নি।

উচ্চশিক্ষায় মান নির্ধারক এনআইআরএফ ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং বা 'ন্যাশনাল ফ্রেমওয়ার্ক ২০২৩’-এর সমীক্ষার ফলাফলে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে ২০২৩ সালেও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় রয়েছে চতুর্থ স্থানে। দেশের সামগ্রিক বিচারে যাদবপুর নিজেদের জায়গা ধরে রাখতে পারলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবি অনেকটাই মলিন। বিশ্ববিদ্যালয় বিভাগে অষ্টম স্থান থেকে দ্বাদশ স্থানে নেমে গিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

গবেষণা ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় ৩৫তম স্থান দখল করেছে, যাদবপুরের স্থান রয়েছে ১৯ নম্বরে। প্রথম একশোর মধ্যে জায়গা পায়নি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।

সারা দেশের সামগ্রিক বিচারে বঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজেদের মান ও স্থান ধরে রাখতে পারলেও এক্ষেত্রে পিছিয়ে পড়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। এনআইআরএফ বা ‘ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৩’-এর বিচারে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে বিশ্ববিদ্যালয় বিভাগে কলকাতা অষ্টম থেকে দ্বাদশে স্থানে নেমে গিয়েছে। সার্বিক ভাবে পঞ্চদশ স্থান থেকে নেমে কলকাতা বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে তেইশে। সার্বিক ভাবে ত্রয়োদশ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এ বারেও প্রথম একশোর মধ্যে জায়গা পায়নি।

২০২২ সালে গবেষণা ক্ষেত্রে জায়গা না পেলেও ২০২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এই বিভাগে ৩৫ তম স্থান পেয়েছে। যাদবপুরের স্থান রয়েছে ১৯-এ। এই সমীক্ষায় সার্বিক ভাবে প্রথম একশোর মধ্যে পশ্চিমবঙ্গের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছে। উল্লেখযোগ্য এটাই যে, পশ্চিমবঙ্গ থেকে দন্ত চিকিৎসার কোনও বিশ্ববিদ্যালয় দেশের সেরার তালিকায় স্থান পায়নি।

বিশ্ববিদ্যালয় বিভাগে প্রথম একশোর মধ্যে রয়েছে বঙ্গের চারটি বিশ্ববিদ্যালয়। কলেজ বিভাগে প্রথম একশোয় ঠাঁই পেয়েছে রাজ্যের আটটি কলেজ। সার্বিক ভাবে দেশের কলেজগুলির মধ্যে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে পঞ্চম স্থানে। রহড়া রামকৃষ্ণ বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের স্থান রয়েছে অষ্টমে। পঞ্চদশ স্থানে রয়েছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ রয়েছে ১৯তম স্থানে।

কলেজের মধ্যে প্রথম একশোর মধ্যে জায়গা পেয়েছে স্কটিশ চার্চ কলেজও। সার্বিক ভাবে এ বারেও দেশের মধ্যে প্রথম হয়েছে আইআইটি মাদ্রাজ। আইআইটি খড়্গপুর সার্বিক ভাবে সপ্তম এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে ষষ্ঠ স্থানে রয়েছে। সার্বিক ভাবে গত বার যাদবপুর বিশ্ববিদ্যালয় ছিল দ্বাদশ স্থানে, এ বার রয়েছে ত্রয়োদশ স্থানে।

আরও পড়ুন-

Odisha Train Accident: লাশের স্তূপের ভেতর থেকে নড়ে উঠল হাত, করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় ভয়াবহ অভিজ্ঞতা
Coromandel Express Driver: কেমন আছেন করমন্ডল এক্সপ্রেসের চালক? প্রকাশ পেল সেই রিপোর্ট

অতি শীঘ্রই দারুণ সৌভাগ্য পেতে চলেছে ৬টি রাশি, বুধ গ্রহ থেকে তৈরি হচ্ছে গজকেশরী রাজ যোগ

PREV
click me!

Recommended Stories

কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর