রাজ্যজুড়ে শীতের আমেজ দেখা দিয়েছে, সঙ্গে তাপমাত্রার পারদও নিম্নমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর উচ্চচাপ বলয়ের কারণে আগামী তিনদিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকবে।
হেমন্তেই গোটা রাজ্যে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশা ঢাকা আকাশ।বেলা বাড়লে গরম অনুভূত হচ্ছে ঠিকই। কিন্তু, রাতে দিকে আবার শীতের আমেজ দেখা যাচ্ছে সর্বত্র। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম।
25
আলিপুর হাওয়া অফিস সূত্রে এবার প্রকাশ্যে এল নয়া আপডেট। দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে রয়েছে উচ্চচাপ বলয়। রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই।
35
দক্ষিণবঙ্গে আগামী তিন দিন রাতের তাপামাত্রার কোনও হেরফের হবে না। গাঙ্গেয়বঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে রাতের দিকে ওই সকল এলাকায় বেশ ঠান্ডা অনুভূত হবে। আপাতত কদিন থাকবে এমনই তাপমাত্রা।
তারপরের দুই দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। আজ শুক্রবার শহরে দিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে। রাতে থাকবে ১৭ ডিগ্রির আশে পাশে। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
55
তেমনই উত্তরবঙ্গেও আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি কম থাকবে। তেমনই দুদিন উত্তরবঙ্গের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি বাড়বে।