- Home
- West Bengal
- West Bengal News
- দক্ষিণবঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আরও নামল পারদ! সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
দক্ষিণবঙ্গে শুরু শীতের ঝোড়ো ব্যাটিং, আরও নামল পারদ! সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
WB Winter Alerts: মাঝ নভেম্বরেই বাতাসে হিমেল পরশ। এখনও জাঁকিয়ে সেভাবে ঠান্ডা না পড়লেও, সকালের দিকে বেশ শীত-শীত অনুভূত হচ্ছে। লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? জানুন বিশদে…

আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পূর্বাভাস মেনে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই হাওয়া বদল। বুধবার থেকেই নেমেছে মহানগর সহ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির তাপমাত্রার পারদ। আগামী কয়েক দিনে পারদ পতন আরও হবে বলে জানিয়ে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কারণ, মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ক্রমশ শক্তি হারাচ্ছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। এদিকে গত কয়েকদিনে বঙ্গে বদলেছে আবহাওয়া। ফলে ভোরের দিকে ভালোই শীতল অনুভূতি হচ্ছে।
মহানগরের পারদ পতন
উত্তর তামিলনা়ড়ু সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হলেও আপাতত বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে ওড়িশা ও ঝাড়খন্ডে শৈত্যপ্রবাহের পরিস্থিতি। আগামী পাঁচ দিন এরকমই থাকবে আবহাওয়া। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে উইকেন্ড পর্যন্ত।
বঙ্গজুড়ে শীতের আমেজ
শীতের আমেজ বাড়লো। স্বাভাবিকের এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা বিভিন্ন জেলাতে। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত তিন দিন তাপমাত্রার পরিবর্তন এর সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ থাকবে রাতে ও সকালে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত তিন দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
ভিনরাজ্যের আবহাওয়া
শৈত্য প্রবাহের পরিস্থিতি রাজধানী দিল্লিতে। ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় শৈত্য প্রবাহের সতর্কবার্তা। কোল্ড ওয়েভ এর ওয়ার্নিং এই তিন রাজ্যে। রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, ঝাড়খন্ড, ওড়িশা, উত্তরপ্রদেশের কিছু অংশে শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

