- Home
- India News
- DA Hike: দারুণ খবর! ফের মহার্ঘ ভাতা বাড়ছে ৩.৬৪ শতাংশ, বিরাট খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য
DA Hike: দারুণ খবর! ফের মহার্ঘ ভাতা বাড়ছে ৩.৬৪ শতাংশ, বিরাট খবর রাজ্য সরকারি কর্মীদের জন্য
রাজ্য সরকারি কর্মীদের জন্য ৩.৬৪ শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে, যা ১ জানুয়ারি ২০২৩ থেকে প্রযোজ্য হবে। বর্তমান ২৬.৩৯ শতাংশ থেকে মোট ডিএ ৩০.০৩ শতাংশে পৌঁছাবে এবং বর্ধিত টাকা জুলাই মাসে প্রদান করা হবে।

ফের ভালো খবর সরকারি কর্মীদের জন্য। প্রকাশ্যে এল ডিএ-র খবর। ভালো খবর এল সরকারি কর্মীদের জন্য।
এক ধাক্কায় ৩.৬৪ শতাংশ ডিএ বাড়তে চলেছে রাজ্য সরকারি কর্মীদের। আর এই ডিএ প্রযোজ্য হবে ১ জানুয়ারি ২০২৩ থেকে।
শুক্রবার অর্থ বিভাগের প্রধান সচিব সন্দীপ কুমার সুলতানিয়া জারি করা জি.ও. ৭৮ এবং ৭৯-এ এটি বলা হয়েছে।
বর্তমানে কর্মীরা ২৬.৩৯ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন কর্মীরা। এই বৃদ্ধির ফলে ভাতা হবে ৩০.০৩ শতাংশ।
জানা যাচ্ছে বর্ধিত টাকা মিলবে জুলাই মাসে। সব মিলিয়ে অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা।
এই ডিএ বৃদ্ধির ফলে বেতন বাড়বে জেলা, মণ্ডল, গ্রাম পঞ্চায়েত, পৌরসভা, পৌর কর্পোরেশন, কৃষি বাজার কমিটি, জেলা গ্রন্থাগার, কর্মক্ষম প্রতিষ্ঠানের সকলের। তেমনই সরকার সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় কর্মরত শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরও বেতন বাড়বে।
ডিএ বাড়তে চলেছে তেলেঙ্গানা সরকার। সেখানের রাজ্য সরকারি কর্মীরা শীঘ্রই পাবেন মোটা টাকা।
সদ্য ৩.৬৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা রয়েছে তেলেঙ্গানায়। সেখানের কর্মীরা এতদিন ২৬.৩৯ শতাংশ হারে ডিএ পেত।
এবার মহার্ঘ ভাতা মিলবে ৩০.০৩ শতাংশ হারে। তেলেঙ্গানায় সরকার ঘোষণা করেছে এমনটা।
এক ধাক্কায় ৩.৬৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার। শীঘ্রই মিলবে এই বকেয়া টাকা।

