Ration Card: এই কার্ডের আওতায় নাম উঠলেই সরকারের থেকে বিনামূল্যে মিলবে সব রেশন

Published : Apr 13, 2025, 05:00 PM IST

বিনামূল্যে রেশন কার্ডের সুবিধা দিচ্ছে সরকার। দারিদ্র্যসীমার নিচে থাকা গ্রামীণ নাগরিকরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং বিনামূল্যে চাল, গম ও অন্যান্য সামগ্রী পাবেন। তালিকাভুক্তির নিয়ম ও পদ্ধতি জেনে নিন।

PREV
112

একবার এই কার্ডের আওতায় নাম উঠলেই সরকারের থেকে বিনামূল্যে চাল গম পাবেন গ্রাহক।

212

যেমন কেন্দ্রীয় সরকার প্রতি মাসে রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের নাগরিকদের কিছু খাদ্য সামগ্রী দেয়। 

412

রাজ্য সরকারের তরফ থেকে একটি বিনামূল্যে রেশন কার্ডে বা ফ্রি রেশন কার্ড-এর সুবিধা বা নিয়ম চালু করেছে।

512

এই কার্ডে তালিকাভুক্ত থাকলে সেই গ্রাহকদের মিলবে চাল, গম ছাড়ার রেশন দোকান থেকে অন্যান্য জিনিসও কম দামে কিনতে পারবেন।

612

এই কার্ডে গ্রামাঞ্চলে দারিদ্রসীমার নীচে থাকা নাগরিকদের বিনামূল্যে খাদ্য সামগ্রী দেবে সরকার।

712

জেনে নিন কিভাবে আপনি এই তালিকায় চেক করবেন এবং কারা এই কার্ডের সুবিধা পাবেন।

812

সরকার রেশন কার্ডের সাহায্যে তালিকা দেখে এই গ্রামীণ রেশন কার্ড চালু করবে।

912

এই কার্ডে নাম নথিভুক্ত করার জন্য গ্রামীণ এলাকায় দরিদ্র সীমার নীচে থাকা পরিবার এলাকার রেশন দোকান বা অফিসে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন।

1012

রেশন কার্ডের তালিকায় দেখার জন্য ন্যাশনাল ফুড সিকিউরিটির সাইটের মেইন পেজে গিয়ে সেখানে রেশন কার্ডে ক্লিক করতে হবে।

1112

এখানে নিজের রাজ্য জেলা ইত্যাদি নথিভুক্ত করার পর এই তালিকা PDF-এর মিলবে

1212

এই কার্ডে নাম তালিকাভুক্ত করতে প্রয়োজন দারিদ্রসীমার প্রমাণপত্র, প্যান কার্ড, গ্রামে বসবাসকারীর প্রমান, গ্রাহকের ছবি, পরিচয় পত্র।

click me!

Recommended Stories