দিনের পর দিন নাবালিকাকে শারীরিক হেনস্থার অভিযোগ, গ্রেফতার গুণধর ভ্যান চালক

Published : Nov 29, 2025, 03:41 PM IST
Minor girl raped

সংক্ষিপ্ত

WB Crime News: মূক-বধির নাবালিকার অসহায়তার সুযোগ নিয়ে দিনের পর দিন তাকে ধর্ষণের অভিযোগ। গণধোলাই দিয়ে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দিলেন গ্রামবাসীরা। ঘটনায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ। বিশদে জানতে  সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…

WB Crime News: দিনের পর দিন মূক বধির নাবালিকাকে নির্যাতন-ধর্ষণের অভিযোগ। জীবনতলায় নাবালিকাকে ধর্ষণ অভিযোগ। বছর বারো নাবালিকাকে খাবারের প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।ওই যুবকের নাম কওশাদ। 

ঠিক কী অভিযোগ উঠেছে? 

পেশায় ইঞ্জিন ভ্যান চালক। সূত্রের খবর, ওই নাবালিকার পরিবারের বাড়ির লোকজন কাজের সূত্রের কলকাতায় প্রতিনিয়ত যাতায়াত করতেন। সেই সুযোগে অভিযুক্ত কওশাদ ওই নাবালিকার বাড়িতে ঢুকতো। এর আগেও একাধিকবার এই করেছে বলে অভিযোগ ।এদিন ঐ নাবালিকাকে কওশাদ ধর্ষণ করে পরে বাড়ির লোকজন আসলে তা দেখতে পায়।

স্থানীয় লোকজন খবর পায়। ওই যুবককে ধরে ফেলে। উত্তেজিত জনতা রসের মুখে পড়ে অভিযুক্ত ওই যুবক। একটি দোকানে আটকে রেখে পুলিশকে খবর দেয়। ঘটিয়ারি শরীফ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে আসেন। এরপর ঘটনাস্থলে আসে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক রামকুমার মন্ডল। 

চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে । ওই যুবককে পুলিশ গ্রেফতার করে। নির্যাতিতা নাবালিকা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় রয়েছে চরম উত্তেজনা। ওই নাবালিকার পরিবারের দাবি চরম তম শাস্তি হয় যা দৃষ্টান্তমূলকভাবে অন্যান্যরা এরকম কাজে সুযোগ না পায়।

অন্যদিকে, বহরমপুর থানার কুমড়োদহ ঘাট এলাকায় এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই তৃণমূল কর্মীর নাম হায়াতুল্লাহ শেখ (৪৪) । তার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার কুমড়োদহ ঘাট এলাকায়।

গুরুতর আহত অবস্থায় ওই তৃণমূল কর্মীকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পাওয়ার পরই বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলেই জানা গিয়েছে।

মৃত ওই ব্যক্তি সম্পর্কে তৃণমূল পরিচালিত বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুউদ্দিন মন্ডলের শ্যালক হন। আইজুউদ্দিন বলেন ,"মৃত হায়াতুল্লাহ আমাদের দলের একনিষ্ঠ কর্মী ছিলেন। এই খুনের ঘটনার সঙ্গে যারা জড়িত তারা এলাকায় কংগ্রেসের সক্রিয় কর্মী বলে পরিচিত। আমার ধারণা রাজনৈতিক কারণেই হায়াতুল্লাহকে খুন করা হয়েছে।" 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

West Bengal SIR News: ভোটার লিস্টে জীবিত বৃদ্ধা হয়ে গেল ‘মৃত’! ফর্ম না পেয়ে চরম আতঙ্কে গোটা পরিবার
'ভারতবর্ষের কোথাও বাবরি মসজিদ করতে দেব না', রাজ্যসভায় হুঙ্কার শমীক ভট্টাচার্যের