Panchayat Election Results 2023- রাত ১০টার পরে কত আসনে জয়ী তৃণমূল, বিরোধীরাই বা কোথায়- জেনে নিন সর্বশেষ খবর

Published : Jul 11, 2023, 11:10 PM ISTUpdated : Jul 12, 2023, 02:21 PM IST
Municipal Elections 2022 TMC Wins major seats in Hooghly

সংক্ষিপ্ত

রাত ১০টা পর্যন্ত নির্বাচনী ফলাফলের যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে মোট ৬৩,২২৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৩৪,৬০০টি আসন, বিজেপি ৫৯০০টি আসন, সিপিএম ২১০০টি, কংগ্রেস ১৫০০ টি আসন পেয়েছে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছে ১৫৫০টি আসন।

বিভিন্ন জেলা থেকে হিংসার খবর মিলেছে। তবে সেসব পেরিয়েই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকার লড়াইয়ে রয়েছে বিজেপি। রাত ১০টা পর্যন্ত নির্বাচনের ফল ঘোষণার সর্বশেষ ট্রেন্ড বলছে জিতছে তৃণমূল। ফের গ্রাম বাংলার মাটি সবুজ হচ্ছে দলের রংয়ের আবিরে।

রাত ১০টা পর্যন্ত নির্বাচনী ফলাফলের যা ট্রেন্ড, তাতে দেখা যাচ্ছে মোট ৬৩,২২৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এখনও পর্যন্ত তৃণমূল ৩৪,৬০০টি আসন, বিজেপি ৫৯০০টি আসন, সিপিএম ২১০০টি, কংগ্রেস ১৫০০ টি আসন পেয়েছে। অন্যান্যদের ঝুলিতে গিয়েছে ১৫৫০টি আসন।

পঞ্চায়েত সমিতির মোট আসন সংখ্যা ৯৭৩০টি। তৃণমূল এর মধ্যে জয় পেয়েছে ১৫০০টি আসনে। অন্যান্যরা পেয়েছে ১টি আসন। বিজেপি পেয়েছে ৪টি আসন, সিপিএম পেয়েছে ২টি আসন, কংগ্রেস পেয়েছে ৩টি আসন।

জেলাপরিষদের মোট আসন ৯২৮টি। এর মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১৯৮টি আসন, বিজেপি পেয়েছে ৭টি আসন, বামফ্রন্ট পেয়েছে একটি আসন, কংগ্রেস এখনও কোনও খাতা খুলতে পারেনি।

সব মিলিয়ে, রাত ১০টা ১৫ মিনিট পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে কোন দল কত আসন দখল করল দেখে নিন

তৃণমূল জয়ী ২৯৬৬৫ এগিয়ে ১৫২৭

বিজেপি জয়ী ৮০২১ এগিয়ে ৪০৬

সিপিআই জয়ী ২৪ এগিয়ে ০৩

সিপিএম জয়ী ২৪৭২ এগিয়ে ২৩৯

কংগ্রেস জয়ী ২০৯৪ এগিয়ে ১৩১

এনসিপি জয়ী ১ এগিয়ে ০

ফঃবঃ জয়ী ৩৯ এগিয়ে ০৪

আর‌এসপি জয়ী – ৬১ এগিয়ে – ১৫অন্যান্য জয়ী ৭৪৬(দার্জিলিং ২৮১, কালিম্পং ১৫৮) এগিয়ে ২২

নির্দল জয়ী ১৭২৬ এগিয়ে ৮৮

মোট ভোটগণনা কেন্দ্র ৩৩৯। স্ট্রংরুমের সংখ্যা ৭৬৭। গণনাকক্ষের সংখ্যা ৩,৫৯৪। ৩০,৩৯৬টি টেবিলে চলছে গণনা। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ফল ঘোষণা করবেন কাউন্টিং অফিসার। পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ক্ষেত্রে ঘোষণা করবেন বিডিও। বেশির ভাগ ক্ষেত্রে প্রত্যেক স্তরে ২ রাউন্ড করে গণনা হবে। কোথাও কোথাও গণনা হবে তিন রাউন্ড। শেষ না হওয়া পর্যন্ত গণনা চলবে। এদিন গণনা শেষ না হলে পরের দিনও তা চলবে।

প্রাথমিক ট্রেন্ড থেকেই ছবিটা স্পষ্ট ছিল। এই জেলায় সবুজ আবির উড়তে চলেছে। বিভিন্ন জেলা থেকে হিংসার খবর মিলেছে। তবে সেসব পেরিয়েই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পথে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকার লড়াইয়ে রয়েছে বিজেপি। এদিকে, মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েও রাত পর্যন্ত শেষ হয়নি পঞ্চায়েত ভোটের গণনা। ফলে পঞ্চায়েতের ফল প্রকাশ হয়ে গিয়েছে, তা বলা যায় না। কিন্তু শাসকদল তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণনা শেষের আগেই সম্ভাব্য জয়ের শুভেচ্ছা বার্তা জানালেন গ্রামবাংলার মানুষকে।

আরও পড়ুন

Panchayat Election Results 2023: অব্যহত ৫৮ বছরের জয়ের ধারা, ৮৮-তেও পঞ্চায়েত ভোটে জয়ী গোপাল নন্দী

'সব জায়গায় তৃণমূলের মস্তানরা ব্যালট নষ্ট করছে, আর কমিশনের নাকি সাইটই কাজ করছে না'- তীব্র আক্রমণ মহম্মদ সেলিমের

জয়ের মাঝে ঘাসফুল শিবিরের 'কাঁটা' বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, হিংসা দেখতে রাজ্যে চার প্রতিনিধি

PREV
click me!

Recommended Stories

Suvendu Adhikari: ওয়াকফ ইস্যুতে মমতাকে একহাত নিলেন শুভেন্দু! সব প্রমাণ ফাঁস করলেন আজ
Arjun Singh: খড়দহে BLO-র বাড়িতে হামলা, সরাসরি তৃণমূলকে দায়ী অর্জুন সিংয়ের