সংক্ষিপ্ত

একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি। জোরালো সওয়াল করেছিলেন তাঁদের আইনজীবী। অবশেষে জামিনের আর্জি মঞ্জুর করল আদালত।

আরজি কর চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি, দুই মামলায় গ্রেফতার হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এদিন ধর্ষণ খুনের মামলায় জামিন পেলেন তিনি। তবে আর্থিক দুর্নীতি মামলা এখনও চলছে।

আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় (RG Kar Case) গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দু’জনে। এবার তাঁদের জামিন দিল আদালত।

একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি। জোরালো সওয়াল করেছিলেন তাঁদের আইনজীবী। অবশেষে জামিনের আর্জি মঞ্জুর করল আদালত। জানা যাচ্ছে, গ্রেফতারির ৯০ দিন পরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI) দু’জনের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারায় জামিনের নির্দেশ দিয়েছে আদালত।

শুধুমাত্র ধর্ষণ খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল অভিজিৎকে (Abhijit Mondal)। এদিন সেই মামলায় জামিন পেয়েছেন তিনি। ফলে তাঁর জেলমুক্তিতে কোনও বাধা নেই। তবে যখন থানায় ডাকা হবে, তখনই অভিজিৎকে যেতে হবে বলে খবর। জানা যাচ্ছে, এদিন ২০০০ টাকা বন্ডের বিনিময় জামিন পেয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি।

সন্দীপ-অভিজিতের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হয়। বলা হয়, তাঁর মক্কেলরা ৯০ দিনের অধিক সময় ধরে হেফাজতে আছেন। সেই কারণে এবার তাঁদের জামিন দেওয়া হোক। এরপরেই আরজি কর চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় (RG Kar Case) সন্দীপ-অভিজিৎকে জামিন দেয় আদালত। শুক্রবারই অভিজিতের জেলমুক্তি হবে বলে জানা যাচ্ছে।

শুক্রবার আদালতে আরজি কর ধর্ষণ খুন মামলার শুনানির সময় সিবিআই জানায়, প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ-অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করার নির্ধারিত সময়সীমা শেষ। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিট দিচ্ছে না। তদন্তকারী অফিসার জানান, এখনও এই মামলার তদন্ত চলছে। ফলে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হচ্ছে না।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।