- Home
- West Bengal
- West Bengal News
- খড়গপুরের সভায় 'দাবাং' মুডে দিলীপ ঘোষ, বিজেপির সঙ্গে তৃণমূলকেও দিলেন কড়া বার্তা
খড়গপুরের সভায় 'দাবাং' মুডে দিলীপ ঘোষ, বিজেপির সঙ্গে তৃণমূলকেও দিলেন কড়া বার্তা
নিজের খাসতালুকেই সভা করেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো নেতাদেপ ডেকেছিলেন বলেও বিজেপি সূত্রের খবর। কিন্তু ছোট সভা হলেও উপচে পড়েছিল ভিড়।

দিলীপ ঘোষ রাজ্য বিজেপির দাবাং নেতা হিসেবে পরিচিত। ২১ জুলাই-এর মত হাইভোল্টেজ দিনেও তিনি নিজের ছন্দেই চললেন।
২১ জুলাই একদিকে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। অন্যদিকে বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযান। পাশাপাশি দিলীপ ঘোষের শহিদ শ্রদ্ধাঞ্জলি।
নিজের খাসতালুকেই সভা করেন দিলীপ ঘোষ। বিজেপির পুরনো নেতাদেপ ডেকেছিলেন বলেও বিজেপি সূত্রের খবর। কিন্তু ছোট সভা হলেও উপচে পড়েছিল ভিড়।
খড়গপুরের গিরিময়দান থেকেই একদিকে তৃণমূল কংগ্রেসকে বার্তা দিলেন। পাশাপাশি নিজের দল বিজেপিকেও কড়া বার্তা দিলেন।
বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের রাজ্য সভাপতির জমনাকে স্মরণ করেছেন। নিজের জমানার সাফল্যের কথা তুলে ধরেছেন।
দিলীপ বলেছেন, '২০১৯ সালে আমরা ৪০ শতাংশ ভোট পেয়েছিলাম। ১৮ এমপি দিয়েছিলাম। প্রতিষ্ঠিত করেছিলাম দলকে। এখন ভোট কমছে, সিট নামছে।'
তবে কী করে নতুন করে ঘুরে দাঁড়ান যায় তারও নিদান দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, কোনও সাহায্য নয়, ঘুরে দাঁড়াতে দলের প্রয়োজন কর্মীদের কব্জির জোর।
তবে ছেড়ে কথা বলেননি তৃণমূল কংগ্রেসকেও। বিজেপিতে কোনঠাসা দিলীপ ঘোষ। একাধিক কর্মসূচিতে ডাকা হয়েনি। তাই রাজ্য জুড়ে জল্পনা ছিল তিনি ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূলে যোগ দিতে পারেন। কিন্তু সেই জল্পনা উড়িয়ে তৃণমূলকেও নিশানা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের কটাক্ষ করে দিলীপ বলেন, 'সব বলব কিন্তু জয় বাংলা বলব না।' ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বলেন, 'আগে জয় শ্রীরাম বলত, এখন জয় মা দুর্গা-জয় মাকালী বলছে। ছাব্বিশের নির্বাচনের পর জয় বাংলা বলিয়ে ছাড়ব।'
দিলীপ বলেন, 'মা দুর্গা, মা কালীর আশীর্বাদে সব কিছু কেটে যাবে। সব বলব কিন্তু জয় বাংলা বলব না। বাংলাদেশের থেকে স্লোগান নিয়ে আসেন। বাংলাদেশ থেকে ভোটার নিয়ে আসা হয়।'

