Bankura News: 'তৃণমূলের সঙ্গে ঘুরলেই উপরি ইনকাম'! কাকে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য সাংসদের?

Published : Apr 18, 2025, 01:59 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Tmc News: এরাজ্যে একাধিক বার বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পুলিশের কাজকর্মের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানুন…                

Tmc News: এরাজ্যে একাধিক বার বিভিন্ন ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার পুলিশের কাজকর্মের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। মঞ্চে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করে এদিন তিনি দাবি করেন, 'দেশ সেবা করতে নয়, রোজগারের জন্য তৃণমূলে আশ্রয় নেয় পুলিশ' (Tmc News)

জানা গিয়েছে, বিবড়দায় তৃণমূলের 'বিধানসভা ভিত্তিক ভোটার লিস্ট সংশোধনী শিবিরে'র পৌঁছতে গিয়ে বেশ কিছুটা কাঠখড় পোড়াতে হয় তাঁকে। তারপরেই সাংসদের অভিযোগ, সময়ে শিবিরে পৌঁছনোর বিষয়ে পুলিশি সহযোগিতা মেলেনি। একটি পুলিশ ভ্যান পাঠিয়েই দায় সেরে ফেলা হয়।

এরপর শিবিরে পৌঁছে ক্ষুব্ধ হয়ে পুলিশকে একহাত নেন তৃণমূল সাংসদ (Tmc News)। তারপর মাইক হাতে নিয়ে বলেন, ''তালড্যাংরা থানার পুলিশ অফিসার এত দাম্ভিক, একজন সাংসদ আপনার এলাকায় আসছে, আর আপনার তাঁকে পৌঁছে দিতে লজ্জা হয়! এরা তৃণমূল কংগ্রেসের বন্ধু নয়, এরা সরকারের বন্ধু নয়… এদের সঙ্গে বেশি বন্ধুত্ব করবেন না… কারণ এরা রোজগার করার জন্য তৃণমূলে আশ্রয় নেয়। এরা দেশসেবা করার জন্য আসেনি।''

তার এই মন্তব্যকে ঘিরে সরব হয়েছে বিরোধীরা। পাশাপাশি এদিন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ব্যাঙ্গ করে বলেন, ''সত্যিই রাগ হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একজন সাংসদ। শুধু পিসির ভাইপো বলে তাঁকে ২০টি গাড়ি দেবে! বরানগরের বিধায়ক, তিনি ৪টি গাড়ির পাইলট নিয়ে ঘুরে বেড়ায়। আর এতদিনের রাজনীতি করা একজন সাংসদ, তাঁকে পুলিশ একটু সেলাম করবে না? ঠিকই বলেছেন। পুলিশ এখন বেঁচে আছে, পুলিশ এখন ওদের সঙ্গে আছে শুধু টাকা তোলার জন্য। এই মূর্খদের এটা জেনে রাখা উচিত, পুলিশ যে মুহূর্তে থাকবে না, সেখানে তুমিও থাকবে কি থাকবে না, সেটা নিয়েও সংশয় আছে মানুষের।''

উল্লেখ্য, অরূপের এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম নেতা শতরূপ ঘোষও। তিনি বলেন, ''অরূপ চক্রবর্তী অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছেন। উনি এটা স্বীকার করেছেন যে তৃণমূলে থাকলে টু পাইস উপার্জন হয়। তৃণমূলে থেকে, আশ্রয় নিয়ে রোজগার করা যায়। খালি পুলিশকে দোষ দিয়ে কী লাভ আছে? অরূপ চক্রবর্তী থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সবাই তো তৃণমূলের আশ্রয়ে রয়েছে দু'পয়সা রোজগার করবে বলেই, নাহলে ভালোবেসে কে আর তৃণমূল করে।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?