Murshidabad: বাবা-ছেলেকে খুনের পর পড়শি রাজ্যে গা-ঢাকা, STF অভিযানে গ্রেফতার জিয়াউলের ছেলে

Published : Apr 22, 2025, 03:55 PM IST

Murshidabad News: মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায়  গা-ঢাকা দিয়েছিলেন ওড়িশায়। শেষরক্ষা হল না। ওড়িশার ঝাড়সুগুড়া থেকে গ্রেফতার করা হয়েছে আরও তিনজনকে। বিশদে জানতে সম্পূর্ণ গ্যালারি দেখুন…                                                            

PREV
17
জাফরাবাদে বাবা ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ২

অশান্তির পর থেকেই গা-ঢাকা দিয়ে লুকিয়ে ছিল ওড়িশার ঝাড়সুগুড়া এলাকায়। কিন্তু পুলিশি অভিযানে শেষরক্ষা  হল না আর। মুর্শিদাবাদ কাণ্ডে এসটিএফের জালে ধরা পড়ল আরও দুস্কৃতীরা। 

27
গ্রেফতার জিয়াউল শেখের ছেলে

জাফরাবাদে বাবা-ছেলেকে খুনের ঘটনায়য় অন্যতম অভিযুক্ত জিয়াউল শেখের দুই ছেলেকে আটক করল বেঙ্গল এসটিএফ।

37
ওড়িশার ঝাড়সুগুড়া থেকে ধৃত ১৩

ওড়িশার ঝাড়সুগুড়া থেকে আটক করা হয়েছে আরও ১৩ জনকে। মুর্শিদাবাদে হিংসার ঘটনার পর থেকেই তারা ঝাড়সুগুড়ায় গা-ঢাকা দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

47
বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র

 ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে কয়েকদিন আগে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকায়। জাফরাবাদে বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। খুনের ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে একটি পিস্তল ও গুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

57
বন্ধাবাহাল এলাকায় তল্লাশি

জানা গিয়েছে, বেঙ্গল পুলিশ ও এসটিএফের তরফে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় ওড়িশার ঝাড়সুগুড়ার বন্ধাবাহাল এলাকায়। সেখান থেকেই জিয়াউলের দুই ছেলে সহ ১৩ জনকে গ্রেফতার করা হয়। 

67
এখনও থমথমে মুর্শিদাবাদ!

ওয়াকফ ইস্যুতে গত ১১ এপ্রিলের পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের একাধিক এলাকা। সোমবার অশান্ত মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে বিএসএফ-এর স্থায়ী ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন তিনি। 

77
এখনও চলছে পুলিশি টহলদারি

আগেই মুর্শিদাবাদের পরিস্থিতি সরজমিনে দেখে গিয়েছেন এডিজি, ডিজি। তারপরেও প্রকাশ্যে আসে বিক্ষিপ্ত অশান্তির খবর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখনও চলছে কড়া পাহারা। 

click me!

Recommended Stories