- Home
- West Bengal
- Kolkata
- Sujay Krishna Bhadra: গরমে স্বস্তিতে 'কালীঘাটের কাকু', কোন শর্তে ফের বাড়ল অন্তর্বর্তী জামিনের মেয়াদ?
Sujay Krishna Bhadra: গরমে স্বস্তিতে 'কালীঘাটের কাকু', কোন শর্তে ফের বাড়ল অন্তর্বর্তী জামিনের মেয়াদ?
Kalighater Kaku: আরও ২ মাস স্বস্তি কালীঘাটের কাকুর। ১৬ জুন পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। পূর্বের সমস্ত শর্তই বহাল থাকবে বলে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। বিস্তারিত জানতে দেখুন ফটো গ্যালারী…

স্বস্তিতে কালীঘাটের কাকু!
আগামী ১৬ জুন পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট।
শর্তসাপেক্ষ জামিনের মেয়াদ বৃদ্ধি 'কাকু'র
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালে সুজয়কৃষ্ণকে গ্ৰেফতার করে ইডি। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। শারীরিক অসুস্থতায় চিকিৎসার জন্য গত ১৮ ফেব্রুয়ারি তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে বেশকিছু শর্তও দিয়েছিল হাইকোর্ট।
'কালীঘাটের কাকু'কে কোন কোন শর্তে জামিন বৃদ্ধি আদালতের?
আগের শর্তে বলা হয়েছিল, চিকিৎসার প্রয়োজন ছাড়া তিনি বাড়ির বাইরে বেরোতে পারবেন না। কোনও রাজনৈতিক ব্যক্তি বা বাইরের কোনও ব্যক্তির সঙ্গে তিনি দেখা কর বা কথা বলতে পারবেন না। পূর্বের সমস্ত শর্তই বহাল রাখল আদালত।
অনুমতি নিয়ে বেরতে পারবেন বাড়ির বাইরে?
আদালতের নির্দেশ, কোনও কারণে বাড়ির বাইরে বেরোতে হলে সিবিআই-এর অনুমতি নিতে হবে। তাঁর উপর সবসময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নজর রাখবে।
সুজয়কৃষ্ণের মোবাইল জমা রাখার নির্দেশ
বাড়ির বাইরে ২৪ ঘণ্টা বাহিনী মোতায়েন থাকবে। সুজয়কৃষ্ণ ভদ্রের দু'টি মোবাইল নম্বর সিবিআই-এর কাছে জমা রাখতে হবে। মঙ্গলবার শুনানিতে জানিয়ে দিয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ।
মামলার পরবর্তী শুনানি কবে?
কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে ৬ জুন আবারও এই মামলার পরবর্তী শুনানি।

