'বিজেপির অভিযোগ ভিত্তিহীন', নেতাজি ইন্ডোরের আমন্ত্রণ নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের

Published : Mar 27, 2023, 09:16 PM ISTUpdated : Mar 27, 2023, 09:17 PM IST
Image of Kunal Ghosh Suvendu Adhikari

সংক্ষিপ্ত

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির বিবাদ। কুণাল ঘোষ বললেন বিজেপির অভিযোগ ভিত্তিহীন। 

রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে জোরদার বিতর্ক চলছে। বিজেপির অভিযোগ আমন্ত্রণ জানান হয়নি গেরুয়া শিবিরকে। অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি বিজেপির অভিযোগ ভিত্তিহীন। এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির এই ধরনের মন্তব্য গণতন্ত্রে চলে না। বিজেপি আকারণে এই ধরনের কথা বলছে।

কুণাল ঘোষ আরও বলেন, শুভেন্দু অধিকারী দিল্লি গিয়েছেন, অমিত শাহের কাছ থেকে কী করে মিথ্যাকথা বলতে হবে শিখে আসার জন্য। রাষ্ট্রপতির অনুষ্ঠানে শুধু শুভেন্দু অধিকারী নয় বিজেপির একাধিক নেতাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান হয়েছে বলেও জানিয়েছেন। একই সঙ্গে তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে একাধিক টুইট করে আমন্ত্রণপত্রের রসিদও প্রাকাশ করা হয়েছে।

দিল্লি থেকেই টুইট করে শুভেন্দু দ্রৌপদি মুর্মুর নাগরিক সংবধনা অনুষ্ঠানের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, যারা তাঁর (দ্রৌপদি মুর্মুর) বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন তারাই আজ তাঁকে মঞ্চের কেন্দ্রে নিয়ে যাবে। সংবধর্না অনুষ্ঠানে লাইমলাইটে থাকবেন। যারা দ্রৌপদি মুর্মুকে ভোট দিয়ে রাষ্ট্রপতি করেছে তাদেরও পশ্চমবঙ্গ সরকার বাদ দিয়েছে। তাদের আমন্ত্রণই জানান হয়নি।

পাল্টা তৃণমূল কংগ্রেস অবশ্য দাবি করেছে শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানান হয়েছে। একই সঙ্গে রাজ্যে শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকেও আমন্ত্রণ জানান হয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষকে পাঠান আমন্ত্রণপত্রের রসিদের একটি কপিও সোশ্যাল মিডিয়ায় শেযার করেছে। সেই রসিদে বিজেপির দফতরের সম্পদাকের স্বাক্ষর ও সিলমহর রয়েছে। ছবি প্রকাশ করা হয়েছে শুভেন্দু অধিকারীকে পাঠান আমন্ত্রণপত্রেরও। পাল্টা তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি নেতারা মিথ্যা কথা বলছেন। সাওতালি সম্প্রদায়ের প্রতি তাঁদের কোনও শ্রদ্ধা নেই। তাই তারা দ্রৌপদি মুর্মুর নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান এড়িয়ে যাচ্ছে।

দুই দিনের সফরে কাল অর্থাৎ সোমবার রাজ্যে এসেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রথম দিন অর্থাৎ সোমবারই তিনি যাবেন শান্তিনিকেতনে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রবিবার রাষ্ট্রপতি ভবনে জারি করা একটি বিবৃতি জারি করে এই কথা জানান হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি কলকাতায় নেতাজির বাসভবনেও যান সেখানে পরিবারের সদস্যদেরক সঙ্গে কছথা বলেন। এই দিনই রাষ্ট্রপতি জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান। তিনি জোড়াসাঁকো পরিদর্শন করেন। একই সঙ্গে কবিগুরুতে শ্রদ্ধা জানান।। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কলকাতায় নাগরিক সংবধর্না দেওয়া কথা রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এটাই রাষ্ট্রপতি হওয়ার পরে তাঁর প্রথম কলকাতা সফর।

আরও পড়ুনঃ

'ম্যাডাম রাষ্ট্রপতি সংবিধান রক্ষার দায়িত্ব আপনার', নাগরিক সংবর্ধনা মঞ্চে দ্রৌপদি মুর্মুকে আবেদন মমতার

সাবধান! দুধে ডুবিয়ে এই বিস্কুটগুলি খাবেন না, কতগুলি খাবার রয়েছে যা দুধের সঙ্গে খাওয়া মারাত্মক

Fact check: সত্যি কি কেমব্রিজ - হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই রাহুল গান্ধীর? জানুন সত্যিটা কি

 

 

PREV
click me!

Recommended Stories

২০ ডিসেম্বর বঙ্গে প্রধানমন্ত্রী, কী কী কর্মসূচি থাকছে? দেখুন কী বলছেন শুভেন্দু
৩৫ বছরের যুবকের সঙ্গে নাবলিকার বিয়ের তোড়জোড়, পরিবারের বিরুদ্ধে নালিশ জানাতে থানায় কনে