সংক্ষিপ্ত
রবিবার রাতে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা জানিয়েছেন, চণ্ডীপুরে এক মহিলার শ্লীলতাহানি করেছেন সিআইএসএফ জওয়ান।
ভোটের আগের রাতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূল কংগ্রেসের। নির্বাচনী কর্তব্য দায়িত্ব পালনে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উলুবেড়িয়ায় এক মহিলার শ্লীলতাহানি করেছে। তেমনই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসর। রাতপোহারেই সোমহার হাওড়া জেলায় ভোট। পঞ্চম দফায় ভোট গ্রহণ হবে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রেও। তার আগেই এই অভিযোগে রীতিমত তোড়পাল গোটা এলাকায
রবিবার রাতে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শশী পাঁজা জানিয়েছেন, চণ্ডীপুরে এক মহিলার শ্লীলতাহানি করেছেন সিআইএসএফ জওয়ান। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, ' যে কেন্দ্রীয় বাহিনীকে রক্ষ করে বাংলায় নির্বাচন করতে পাঠান হচ্ছে তারাই বাংলার মহিলাদের শ্লীলতাহানি করেছেন। যৌন নির্যাতন করছেন।'সাংবাদিক বৈঠকে শশী পাঁজা বলেন, রবিবার ভোরে মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। উলুবেড়িয়াক চণ্ডীপুরের ঘটনা। সেখানেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মহিলাকে কুপ্রস্তাব দেন। মহিলা তা প্রত্যাখ্যান করলে দুই জওয়ান মহিলার শ্লীলতাহানি করে। তার হাতে হাত দেয়, যৌন স্পর্শ করে বলেও অভিযোগ করেন তিনি।
শশী পাঁজা বলেছেন, মহিলা চিৎকার করে ওঠে। স্থানীয়রা ছুটে আসে। তারপর মহিলাকে উদ্ধার করা হয়। মহিলা পুলিশে অভিযোগ দায়ের করে। উলুবেড়িয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থীর এজেন্ট বিষয়টি জানতে পেরে নির্বাচনী পর্যবেক্ষককেও চিঠি দিয়ে জানিয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রবিবার সকাল ৬টা নাগাদ এই ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়া এলাকা। গ্রামে ফাঁকা রাস্তায় মহিলা প্রাতঃভ্রমণ করেছিলেন। সেই সময় মহিলাকে কুপ্রস্তাব দেওয়া হয়। তার প্রত্যাখ্যান করলে মহিলাকে সিআইএসএফ জওয়ানরা চুম্বন করে। মহিলার চিৎকারে তারা চম্পট দেয়। স্থানীয়রাই মহিলাকে উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে য়ায়। জওয়ানকেও উলুবেড়িয়া থানায় নিয়ে যাওয়া হয়। অন্য জওয়ানকেও চিহ্নিত করা হয়েছে। তৃণমূলের অভিযোগ যারা ভোটের দায়িত্ব পালন করার জন্য, শান্তিপূর্ণ ভোট করার জন্য এসেছে, তারাই এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেছে।