সকাল থেকে মেঘলা আকাশ। নেই গরমের দেই দাবদাহ পরিস্থিতি। এরই মাঝে আজ হতে পারে বৃষ্টি।
210
তীব্র দহন থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। আজ শনিবার ভাসতে পারে গোটা বঙ্গ।
310
আলিপুর হাওয়া অফিসে রিপোর্ট অনুসারে, সীমান্ত সংলগ্ল বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবাত অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে স্থলভাগে।