সংক্ষিপ্ত

রবিবার চলতি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপের শেষ ম্যাচ। ভারত-নিউজিল্যান্ড ম্যাচের ফলেই ঠিক হবে, গ্রুপ এ-র শীর্ষে থেকে কোন দল সেমি-ফাইনালের যোগ্যতা অর্জন করছে।

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে রাওয়ালপিন্ডি ও লাহোরে বৃষ্টি, খারাপ আউটফিল্ডের জন্য একাধিক ম্যাচ বাতিল হয়ে গিয়েছে। তবে ভারতীয় দল যেহেতু দুবাইয়ে খেলছে, ফলে আবহাওয়া নিয়ে চিন্তা নেই। এই টুর্নামেন্টে ভারতের প্রথম দুই ম্যাচের সময়ই আবহাওয়া নিয়ে কোনও সমস্যা হয়নি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সমস্যা হওয়ার কথা নয়। ম্যাচ শুরু হওয়ার সময় তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। বিকেলের দিকে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আকাশ পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনওরকম পূর্বাভাস নেই। ফলে ভালোভাবেই ম্যাচ হবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় দল গ্রুপের তৃতীয় ম্যাচেও জয় পাবে বলে আশায় সমর্থকরা।

দুবাইয়ের পিচ কেমন থাকবে?

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পিচ থেকে ব্যাটাররা যেমন সাহায্য পাচ্ছেন, তেমনই বোলাররাও সাহায্য পাচ্ছেন। শুরুতে পেসারদের সাহায্য করছে পিচ। আবার ইনিংসের মাঝপথে স্পিনাররাও সাহায্য পাচ্ছেন। দক্ষতা অনুযায়ী সুবিধা পাওয়া যাচ্ছে। ভালো পারফরম্যান্স দেখাতে পারলে কোনও সমস্যা হওয়ার কথা নয়। এই মাঠের বাউন্ডারি দীর্ঘ। ফলে বাউন্ডারি মারা সহজ নয়। সেক্ষেত্রে ছুটে রান নিতে হবে। খেলা যত গড়াবে ততই পিচ মন্থর হয়ে যেতে পারে। সেক্ষেত্রে স্পিনাররা সাহায্য পাবেন। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

টসে জিতলে কী করবেন রোহিত?

ভারতীয় দল ওডিআই ফর্ম্যাটে টসে হারার রেকর্ড গড়েছে। ফলে রবিবার ভারতের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতবেন কি না, সে বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ফিল্ডিং করে সহজ জয় পেয়েছে ভারত। ফলে টসে হারলে রোহিতের অখুশি হওয়ার কোনও কারণ নেই। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রান তাড়া করে জয় পাওয়ার সংখ্যা বেশি। এই মাঠে ভারতীয় দলের রেকর্ড দুর্দান্ত। এখনও পর্যন্ত ৮ ম্যাচ খেলে অপরাজিত ভারত। ৭ ম্যাচে জয় এসেছে এবং আফগানিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ টাই হয়। অন্যদিকে, এই মাঠে ২ ম্যাচ খেলে জয় পায়নি নিউজিল্যান্ড। ফলে এগিয়ে থেকেই খেলতে নামছে ভারত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে জল সরাতে গিয়ে উল্টে পড়লেন মাঠকর্মী, ভাইরাল ভিডিও

জঘন্য পারফরম্যান্স, ৩ ম্যাচেই হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় ইংল্যান্ডের

'ভারত টাকার জোগান দেয় বলেই বেতন হয়,' নাসির হুসেনদের তোপ সুনীল গাভাসকরের