DA News: চলতি সপ্তাহেই হাতে কড়কড়ে মহার্ঘ ভাতার টাকা? বকেয়া ডিএ নিয়ে জোর প্রস্তুতি নবান্নে

Published : Jun 23, 2025, 03:11 PM IST

West Bengal DA Update: রাজ্যের সরকরি কর্মীদের বকেয়া ২৫% মহার্ঘ ভাতা চলতি মাসে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। রাজ্য সরকার চলতি সপ্তাহেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারে বলে নবান্ন সূত্রের খবর। 

PREV
110
বকেয়া ডিএর আপডেট

রাজ্যের সরকরি কর্মীদের বকেয়া ২৫% মহার্ঘ ভাতা চলতি মাসে দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। রাজ্য সরকার চলতি সপ্তাহেই বকেয়া ডিএ মিটিয়ে দিতে পারে বলে নবান্ন সূত্রের খবর।

210
নবান্নে প্রস্তুতি

নবান্ন সূত্রের খবর,চলতে সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ২৫% মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে সবরকম প্রস্তুতি জোর কদমে নিচ্ছে রাজ্য সরকার।

310
বিজ্ঞপ্তি জারি

নবান্ন সূত্রের খবর দুই এক দিনের মধ্যে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে পারে। তারই প্রস্তুতি শুরু হয়েছে। এক নজরে দেখুন রাজ্য সরকার কী কী প্রস্তুতি শুরু করেছে।

410
তহবিল জোগাড়

বকেয়া মেটানোর জন্য প্রয়োজনীয় বিপুল পরিমাণ অর্থ জোগাড়ের কাজ শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার ৮ কোটি টাকা ঋণ করেছে। বাকি রয়েছে দুই কোটি টাকা।

510
বিজ্ঞপ্তি জারি

অর্থ দফতরের সবুজ সংকেত পেলেই নবান্ন থেকে ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

610
ডিএ দুই ভাগে দেওয়া হতে পারে

নবান্ন সূত্রের খবর, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে নবান্ন সরকারি কর্মীদের দুই ভাগে ডিএ বা মহার্ঘ ভাতা দিতে পারে। সবক্ষেত্রেই জোরদার প্রস্তুতি তুঙ্গে।

710
কর্মরত সরকারি কর্মীদের ডিএ

সূত্রের খবর রাজ্য সরকার কর্মরত সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫%-এর ৮০ শতাংশ তাদের বেতন অ্যাকাউন্টে সরাসরি জমা দিয়ে দেবে। বাকি ২০ শতাংশ প্রভি়ডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেবে।

810
পেনশনভোগীদের ডিএ

পেনশনভোগীদের ডিএ পুরোটাই পেনশন অ্যাকাউন্টে জমা করবে সরকার।

910
৭৫ শতাংশ ডিএ মামলার শুনানি

সুপ্রিমকোর্টে রাজ্য সরকারি কর্মীদের ৭৫ শতাংশ ডিএ মামলার শুনানি হবে আগামী অগস্ট মাসে। যদিও রাজ্য সরকার তার আগেই মডিফেকেশন পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে।

1010
অপেক্ষায় সরকারি কর্মীরা

এই অবস্থায় রাজ্যের সরকারি কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মত বকেয়া ২৫% ডিএ পাওয়ার আশায় দিন গুনছেন।

Read more Photos on
click me!

Recommended Stories