DA Hike: পে কমিশন নয়, কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে DA! এক ধাক্কায় ৩০ শতাংশেরও বেশি মহার্ঘ ভাতা দেবেন মমতা?

Published : Mar 18, 2025, 09:08 AM IST

DA Hike: পে কমিশন নয়, কেন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে DA! এক ধাক্কায় ৩০ শতাংশেরও বেশি মহার্ঘ ভাতা দেবেন মমতা?

PREV
18

দারুণ খবর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কেন্দ্রের সমান DA দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। সপ্তম বেতন কমিশন না বসলেও এমনই ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী!

28

১০ বছর হয়ে গিয়েছে এখনও বসেনি নতুন বেতন কমিশন। অন্যদিকে DA নিয়ে মারাত্মক ক্ষুব্ধ সরকারি কর্মীরা। তাই এবার সরকারি কর্মীদের মন জিততে কেন্দ্রের সমান DA দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

38

২০২৫ এর রাজ্য বাজেটে ৪শতাংশ ডিএ দেওয়ার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে ১৮ শতাংশ ডিএ  পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।

48

অন্যদিকে কেন্দ্র দিচ্ছে সব মিলিয়ে প্রায় ৫৩ শতাংশ ডিএ। এবার পাল্লা দিয়ে এই ডিএ-র পরিমাণই বাড়িয়ে দেবে রাজ্য সরকার।

58

সরকারি কর্মচারিদের খুশি করতেই এই দুর্দান্ত সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় ৫০ শতাংশ ডিএর ঘোষণা করতে পারেন।

68

সামনের জানুয়ারি মাসের আগেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসবে রাজ্য সরকার। এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে এই প্রস্তাব।

78

যদি তাই হয়ে থাকে তবে দ্বিগুণেরও বেশি বেতন পাবেন রাজ্য সরকারি কর্মীরা। রাজ্য দিতে পারে দুর্দান্ত খুশির খবর।

88

অন্যদিকে ২৫ মার্চ রয়েছে সুপ্রিম কোর্টে ডিএ মামলা। এই মামলার রায় সরকারি কর্মীদের পক্ষে হলে ১৮ মাসের বকেয়া DA দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের।

click me!

Recommended Stories