প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য, বেতন মিলছে না সরকারি কর্মীদের, মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী
আর্থিক চাপে তেলেঙ্গানা সরকার। কর্মীদের বেতন দিতে দেরি হওয়ায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। কংগ্রেসের আর্থিক নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

ক্রমে পিছিয়ে যাচ্ছে দিন। প্রবল আর্থিক চাপের মুখে সরকার। সে কারণে মিলছে না বেতন।
সদ্য নিয়ে মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী। জানালেন ঠিক কী হয়েছে। যে কারণে সরকারি কর্মীদের বেতনের দিন ক্রমে পিছিয়ে যাচ্ছে।
অর্থনৈতিক ভাবে দেউলিয়া হয়েছে তেলেঙ্গানা এমন খবর উঠে এসেছে শিরোনামে।
সেখানকার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন তাঁর রাজ্য এই মুহূর্তে প্রবল আর্থিক চাপের সম্মুখীন হচ্ছে।
পরিস্থিতি এমন যে মাসের শুরুতে সরকারি কর্মীদের বেতন দেওয়াও দুষ্কর হয়ে পড়েছে।
বিরোধীরা প্রশ্ন তুলেছেন তেলেঙ্গানার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে। তাদের তোপের মুখে পড়েছে কংগ্রেস। বিরোধীদের দাবি, এই প্রবল আর্থিক চাপ তৈরি হয়েছে একমাত্র কংগ্রেসের অমূলক আর্থিক নীতি গ্রহণের জন্য।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, এই মুহূর্তে তেলেঙ্গানার রাজস্ব আয় দুর্বল হয়ে পড়েছে। সে কারণে সরকারি কর্মীদের বেতন দিতেও দেরি হচ্ছে।
মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন আশ্বস্ত করেছেন, খুব তাড়াতাড়ি সমস্যা সমাধান করা হবে। সরকার এই নিয়ে কাজ শুরু করেছে।
জানা গিয়েছে, শীঘ্রই সরকারকে বাজেট পুনর্গঠন করে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচ করতে হবে। অথবা কেন্দ্রের কাছ থেকে অতিরিক্ত সাহায্য চাইতে হবে।
সব মিলিয়ে খবরে তেলেঙ্গানা সরকার। সেখানের সরকারি কর্মীরা সঠিক সময় বেতন পাচ্ছেন না বলে খবর।

