সংক্ষিপ্ত

শাহজাহানের অনুগামীদের তাণ্ডবের কারণে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা উত্তম-সহ আরও অনেকেরই গ্রেফতারের দাবিও জানিয়েছে। পার্থ ভৌমিক জানিয়েছেন, দলীয় রিপোর্টের ওপর ভিত্তি করেই উত্তমকে সাসপেন্ড করা হয়েছে

 

সন্দেশখালিতে চলা গত কয়েকদিনের অশান্তির কারণে শেষপর্যন্ত বড় পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তৃণমূল অঞ্চল সভাপতি তথা পতালক শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে। উত্তম সর্দারকে ৬ বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। রেডরোডের ধর্নামঞ্চ থেকে এই কথা ঘোষণা করেছেন পার্থ ভৌমিক। তিনি বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ফেরার উত্তম সর্দারকে সাসপেন্ড করা হয়েছে।

গত কয়েক দিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। শাহজাহানের অনুগামীদের তাণ্ডবের কারণে প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা উত্তম-সহ আরও অনেকেরই গ্রেফতারের দাবিও জানিয়েছে। তবে পার্থ ভৌমিক জানিয়েছেন, তাদের দলীয় রিপোর্টের ওপর ভিত্তি করেই উত্তমকে সাসপেন্ড করা হয়েছে। একার মানুষের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। তিনি আরও জানিয়েছেন, শেখ শাহজাহানের বিরুদ্ধে এজাতীয় কোনও অভিযোগ ওঠেনি। আর সেই কারণে তাঁর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হয়নি।

উত্তম সর্দার দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও স্থআনীয় তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। উত্তমকে সাসপেন্ড করা হলেও তার অনুগামী শিবুপ্রসাদ হাজরার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি তৃণমূল কংগ্রেস।

Amit Shah: CAA কবে থেকে চালু হবে? স্পষ্ট করে জানিয়ে দিলেন অমিত শাহ

সূত্রের খবর শুক্রবার গভীর রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সুজিত বসু, নারায়ণ গোস্বামী - সহ উত্তর ২৪ পরগনার জেলার কয়েক জন গুরুত্বপূর্ণ নেতাকে ডেকে পাঠান হয়েছিল। সেখানে হাজির ছিলেন পার্থ ভৌমিকও। তৃণমূল সূত্রের খবর, সেখানেই উত্তম সর্দারকে সাসপেন্ড করার নির্দেশ দেন অভিষেক। তাকপরই শনিবার পার্থ উত্তমকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন।

Haldwani riots: অবৈধ মাদ্রাসা ভাঙাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতি হলদওয়ানিতে, দেখা মাত্রই গুলির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আবারও উত্তপ্ত সন্দেশখালি। শেখ শাহজাহান বেপাত্তা। কিন্তু তারপরেও স্থানীয়দের বিশেষ করে মহিলাদের বিক্ষোভ অব্যাহত সন্দেশখালিতে। স্থানীয়দের অভিযোগ , শুধুমাত্র শাহজাহান নয়, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আরও বহু দুষ্কৃতী। তাদের গ্রেফতারের দাবিতে সরব স্থানীয়রা।  বেশ কয়েক দিন ধরেই তাঁরা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে। স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতার গ্রেফতারের দাবিও জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

আরাবুলের জামিন নাকচ, ধোপে টিকল না শারীরিক অসুস্থতা নিয়ে আইনজীবীর সওয়াল