DA Case: মঙ্গলেই সুপ্রিম কোর্টে নিষ্পত্তি মহার্ঘ ভাতা মামলার ! ২৫ তারিখের দিকে তাকিয়ে সরকারি কর্মীরা

DA Case in Supreme Court: আগমী মঙ্গলবার, ২৫ মার্চ সুপ্রিম কোর্টে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। বড় রায়ের দিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা।

 

Saborni Mitra | Published : Mar 23, 2025 5:56 PM
110
এবার কী স্বস্তি

জানুয়ারির পর এবার মার্চ মাসে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মামলা। প্রশ্ন এবার কী এই মামলায় তাঁরা স্বস্তি পাবেন।

210
মামলার দিন

আগামী ২৫ মার্চ অর্থাৎ মঙ্গলবারই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। এবার নতুন বেঞ্চে উঠবে ডিএ মামলা।

310
সুপ্রিম কোর্টের বেঞ্চ

সুপ্রিম কোর্টের কজ লিস্ট অনুযায়ী এবার ডিএ মামলা উঠতে চলেছে বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে। সুপ্রিম কোর্টের ১৬ নম্বর ঘরেই উঠবে ডিএ মামলা।

410
তলিকায় ডিএ

২৫ মার্চ সুপ্রিম কোর্টে ওঠার কথা ডিএ মামলা। সেই দিনের তালিকায় মামলাটি রয়েছে ৪৪ নম্বরে।

510
১৪ বার শুননি

এর আগে ডিএ মামলার শুননি হয়েছে ১৪ বার। কিন্তু কোনও বারই মামলার বিস্তারিত শোনেনি সুপ্রিম কোর্ট। বারবার পিছিয়েছে মামলার শুনানি।

610
এবার আশাবাদী সরকারি কর্মীরা

এবার ডিএ মামলা নিয়ে আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা। কারণ এবার আগের তুলনায় ক্রমতালিকায় এগিয়েছে ডিএ মামলা। আগেরবারই আইনজীবী বলেছিলেন, এই মামলা বিচারপতির একবার বিস্তারিত শুনলেই অনেকটা এগিয়ে যাবে।

710
বকেয়া মেটানো নিয়ে আশা

রাজ্য সরকারি কর্মীদের আশা এবার শুনানিতে যদি বকেয়া মিটিয়ে দেওয়া হয়- এমনটাই আশা করছেন রাজ্যের সরকারি কর্মীরা।

810
অপেক্ষা ফাইনাল কজ লিস্টের

এবার রাজ্যের সরকারি কর্মীর ডিএ মামলার কজ লিস্টের অপেক্ষা করছে। সেটা হাতে পেলেই শুনানি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

910
কজ লিস্ট

সাধারণ সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন বা তার আগের দিন প্রকাশিত হয় কজ লিস্ট। যার অর্থ সোমাবার রাতের দিকে প্রকাশিত হতে পারে কজ লিস্ট।

1010
ডিএ মামলার ইতিহাস

২০১৬ সালে এই মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্ট ও স্যাটে। এরপর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই মামলা সুপ্রিম কোর্টে গড়ায়। আর ৩ বছর পেরিয়ে গেলেও এখনও নিষ্পত্তি হয়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos