ধসে বিপন্ন উত্তর হাওড়া! ফুলেফেঁপে ওঠা মাটির তলায় মিথেন গ্যাসে মিশছে গঙ্গার জল, দেখুন ছবিতে

Howrah Landslide: ভূমিধসে বিপন্ন হাওড়া। বিশেষ করে উত্তর হাওড়া। তিন দিন পরেও মাটি ধসছে। বিপন্ন হচ্ছে মনুষের জীবন আর জীবিকা।

 

Saborni Mitra | Published : Mar 23, 2025 2:50 PM
112
বিপদের সামনে হাওড়া

ভূমিধসে বিপন্ন হাওড়া। বিশেষ করে উত্তর হাওড়া। তিন দিন পরেও মাটি ধসছে। বিপন্ন হচ্ছে মনুষের জীবন আর জীবিকা।

212
জল সংকট

জল সংকট মেটাতে গিয়ে মাটি খুঁড়ে পাইপ নাইল বসানোর কাজ চলছিল। সেই সময় মাটি ধসতে শুরু করে। কিন্তু ঘটনার তিন পরেও পরিস্থিতির কোনও বদল হয়নি। উল্টে খারাপ হয়েছে পরিস্থিতি।

312
ঘটনার সূত্রপাত

বৃহস্পতিবার হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে ধস নামে ফেটে যায় শিবপুর ও উত্তর হাওড়ার জল সরবরাহের মূল পাইপ লাইন। গরমকালে চরম জলসংকটে পড়েন স্থানীয়রা। মেরামতির কাজ শুরু হয়। কিন্তু মাটি ধসতে শুরু করে।

412
রাস্তায় ফাটাল

তারপরই প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটল দেখা দেয়। অনেকের বাড়িঘরেও ফাটল দেখা গেয়। আতঙ্কে স্থানীয়রা নিজেদের ভিটেমাটি ছেড়ে স্কুলগুলিতে আশ্রয় নেয়।

512
শনিবার থেকে নতুন বিপদ

শনিবার থেকে এই এলাকায় নতুন বিপদ দেখা দেয়। বিশেষজ্ঞরা জনিয়েছেন, মাটি থেকে বেরুচ্ছে মিথেন গ্যাস। তা মিশছে গঙ্গার জলের সঙ্গে। বিশেষজ্ঞদের কথায় দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনও সময় বড় বিপদ হতে পারে।

612
মিথেন গ্যাসের উৎস

বিশেষজ্ঞদের কথায় দীর্ঘ দিন ধরেই ভাগাড়ে আবর্জনা ও পশিপাখির দেহ জমা হচ্ছে। প্রাণী দেহের রস শুষে নেওয়ার ক্ষমতা হারাচ্ছে মাটি। যার কারণে মাটি ফুলে ফেঁপে উঠছে। মাটির নিচের ফাঁকা অংশে তৈরি হচ্ছে মিথেন গ্যাস।

712
গঙ্গা কাছেই

গঙ্গা কাছে হওয়ায় নদীর জল মিশছে মিথেন গ্যাসের সঙ্গে। তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। তাতেই আশঙ্কা ধসে যেতে পারে গোটা এলাকা।

812
বিপন্ন ১৫ হাজার মানুষ

হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের ঠিক উল্টো দিকেই ১৫ হাজার মানুষের বাস। এই এলাকা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক বাড়ি ভেঙে পড়েছে।

912
রাস্তা ভাঙা

কংক্রিটের রাস্তা ভেঙে ১০ ফুট উঁচুতে উঠে গিয়েছে। বিষাক্ত মিথেন গ্যাসের গন্ধে ভরে গিয়েছে আশপাশের অন্তত আধ বর্গকিলোমিটার এলাকা।

1012
ভয়ঙ্কর ছবি

ধসের কারণে আর মাটি ফেঁপে ওঠার কারণে বিদ্যুতের খুঁটিও হেলে পড়েছে। রাস্তায় দেখা দিয়েছে ফাটল।

1112
পুলিশের উদ্যোগ

পরিস্থিতি সামান দিতে লিলুয়া থানার পুলিশ মাইকিং-এর কাজ শুরু করেছে। এলাকার মানুষকে সচেতন করেছে।

1212
ভূতত্ত্ববীদ জানিয়েছেন

ভূতত্ত্ববিদ সুজীব কর একাধিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভাগাড়ের দূষিত পদার্থ মাটির নীচের ফাঁকা অংশে জমা হচ্ছিল। জমতে জমতে মাটির নীচে মিথেন গ্যাস প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। যে হেতু মিথেন গ্যাস ফেটে বেরিয়েছে, তার ফলে সেখানকার মাটি হালকা হয়ে গিয়েছে। এখন ওই গোটা এলাকাই ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos