
Siliguri Corridor: প্রতিবেশী দেশগুলিতে, বিশেষ করে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক অস্থিরতা, দিল্লির (Delhi) লালকেল্লার (Red Fort) কাছে বিস্ফোরণের পর 'চিকেনসস নেক' (Chicken's Neck) বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় সরকার। শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে অনুষ্ঠিত হল এক উচ্চপর্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএসএফ (CISF), বিএসএফ (BSF), এসএসবি (SSB), আইটিবিপি (ITBP), আরপিএফ (RPF), ভারতীয় সেনা (Indian Army), ভারতীয় বায়ুসেনা (Indian Air Force), মিলিটারি পুলিশ (Military Police), আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় সড়ক দফতর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থার উচ্চপর্যায়ের আধিকারিকরা।
সূত্রের খবর, শনিবারের বৈঠকে চিকেনস নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত অঞ্চলে দ্বিগুন তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে যাতে কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে, সেদিকেই এখন কড়া নজর নিরাপত্তা সংস্থাগুলির। রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে। বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গি তৎপরতা বাড়ছে বলেও জানা গিয়েছে। এই কারণে চিকেনস নেক এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
শনিবারের বৈঠকের পর শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেছেন, 'এটি একটি রুটিন বৈঠক। সংবাদমাধ্যমে বলার নয়। নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। প্রকাশ্যে বলার কিছু নেই।' উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল সেফটি কমিশনার সন্দীপ কুমার বলেছেন, 'একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। উত্তরবঙ্গের সব নিরাপত্তা সংস্থা এই বৈঠকে উপস্থিত ছিল। এই বৈঠকে প্রত্যেক নিরাপত্তা সংস্থা মূলত নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ পেশ করেছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।'
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।