চিকেনস নেকে সর্বোচ্চ সতর্কতা: শিলিগুড়িতে উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় গোয়েন্দারা

Published : Nov 22, 2025, 06:41 PM ISTUpdated : Nov 22, 2025, 06:54 PM IST
Chicken's Neck

সংক্ষিপ্ত

Chicken's Neck: গত বছর ভারত-বাংলাদেশ সম্পর্কের (India-Bangladesh Relation) অবনতি হওয়ার পর থেকেই শিলিগুড়ির (Siliguri) কাছে অবস্থিত চিকেনস নেকের গুরুত্ব বেড়ে গিয়েছে। চিকেনস নেক এখন অত্যন্ত সংবেদনশীল অঞ্চল হয়ে উঠেছে।

DID YOU KNOW ?
শিলিগুড়ি করিডরের গুরুত্ব
ভারত-বাংলাদেশ সীমান্তের চিকেনস নেক অঞ্চল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্র ও রাজ্য একযোগে চিকেনস নেকের নিরাপত্তায় জোর দিচ্ছে।

Siliguri Corridor: প্রতিবেশী দেশগুলিতে, বিশেষ করে বাংলাদেশে (Bangladesh) রাজনৈতিক অস্থিরতা, দিল্লির (Delhi) লালকেল্লার (Red Fort) কাছে বিস্ফোরণের পর 'চিকেনসস নেক' (Chicken's Neck) বা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর কেন্দ্রীয় সরকার। শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে অনুষ্ঠিত হল এক উচ্চপর্যায়ের নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই করিডোরের নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিআইএসএফ (CISF), বিএসএফ (BSF), এসএসবি (SSB), আইটিবিপি (ITBP), আরপিএফ (RPF), ভারতীয় সেনা (Indian Army), ভারতীয় বায়ুসেনা (Indian Air Force), মিলিটারি পুলিশ (Military Police), আর্মি ইন্টেলিজেন্স‌, কেন্দ্রীয় সড়ক দফতর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ, রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ, জিআরপি-সহ একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা সংস্থার উচ্চপর্যায়ের আধিকারিকরা।

চিকেনস নেকের নিরাপত্তায় জোর

সূত্রের খবর, শনিবারের বৈঠকে চিকেনস নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত অঞ্চলে দ্বিগুন তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলিতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে যাতে কোনও নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে, সেদিকেই এখন কড়া নজর নিরাপত্তা সংস্থাগুলির। রাজ্যে এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু হওয়ার পর অনুপ্রবেশকারীরা পালানোর চেষ্টা করছে বলে জানা গিয়েছে। বাংলাদেশে মৌলবাদ ও জঙ্গি তৎপরতা বাড়ছে বলেও জানা গিয়েছে। এই কারণে চিকেনস নেক এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

কেন্দ্র-রাজ্য একজোট

শনিবারের বৈঠকের পর শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর বলেছেন, 'এটি একটি রুটিন বৈঠক। সংবাদমাধ্যমে বলার নয়। নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। প্রকাশ্যে বলার কিছু নেই।' উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল সেফটি কমিশনার সন্দীপ কুমার বলেছেন, 'একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। উত্তরবঙ্গের সব নিরাপত্তা সংস্থা এই বৈঠকে উপস্থিত ছিল। এই বৈঠকে প্রত্যেক নিরাপত্তা সংস্থা মূলত নিজেদের নিরাপত্তা ও নজরদারি সংক্রান্ত কিছু পরামর্শ পেশ করেছে। শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চিকেনস নেকের নিরাপত্তায় জোর
বাংলাদেশে মৌলবাদ ও অস্থিরতা বৃদ্ধি হওয়ার পর থেকে চিকেনস নেকের নিরাপত্তায় সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?