Bangladeshi Arrested: এসআইআর (SIR) আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী বাংলাদেশী। এবার নদিয়া জেলার তেহট্ট থেকে গ্রেফতার হল এক বাংলাদেশী দম্পতি।
KNOW
India-Bangladesh Border: এসআইআর (SIR) আবহে যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশী দম্পতি। নদিয়া জেলার তেহট্ট থানার পুলিশ এই সন্দেহভাজন বাংলাদেশী দম্পতিকে গ্রেফতার করেছে। রবিবার রাতে এক দালালের মাধ্যমে ২০ হাজার টাকার বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে নদিয়ায় প্রবেশ করে তারা। এরপরই বেপাত্তা হয়ে যায় ওই দালাল। মঙ্গলবার সকালে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে ঘুরতে তারা তেহট্টের ছিন্নমস্তা মোড়ে এসে পৌঁছয়। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। তাঁরা এই দম্পতি ও তাঁদের শিশুসন্তানকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন এই দম্পতি বাংলাদেশ থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে। এরপরই তেহট্ট থানায় খবর দেওয়া হলে পুলিশ তাদের আটক করে নিয়ে যায়।
কাজের খোঁজে ভারতে
ধৃত বাংলাদেশী যুবক জানিয়েছে, তার নাম রমজান শেখ। দালাল তাকে বলেছিল, ভারতে কাজ জোগাড় করে দেবে। কিন্তু এদেশে আসার পর দালাল উধাও হয়ে গিয়েছে। এবার তারা বাংলাদেশে ফিরে যেতে চাইছে।
এসআইআর-আতঙ্কে পালাচ্ছে বাংলাদেশীরা
রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই অনেক বাংলাদেশী পালিয়ে যেতে গিয়ে সীমান্তে ধরা পড়ছে। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তে ৩০০ জন বাংলাদেশী সীমান্ত পার হওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের মধ্যে কেউ পরিযায়ী শ্রমিকের কাজ করত, আবার কেউ পরিচারিকার কাজ করত। তারা বেআইনিভাবে এদেশে ঢুকে বাস করছিল। এবার তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে। হাকিমপুর সীমান্তে যারা জড়ো হয়েছে, তাদের মধ্যে অনেক শিশুও আছে। ১৪৩ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত রক্ষ্মীর জএয়ানরা তাদের আটকে দেয়। তাদের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এই বাংলাদেশীদের সীমান্ত পার করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে না আটকে রাখা হবে, তা স্পষ্ট নয়। আরও অনুপ্রবেশকারী কোথায় আছে এবং ফিরে যাওয়ার চেষ্টা করছে কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


