চোরের অভিনব কায়দায় চুরি! ফাঁদ পেতে স্যুট বুট টাই পরা চোরকে ধরে ফেলল পুলিশ

Published : Feb 17, 2025, 05:13 PM IST
Thief

সংক্ষিপ্ত

বিভিন্ন সূত্র থেকে পুলিসের জানতে পারে স্যুট বুট টাই পরা চোরের কথা । অনুষ্ঠানবাড়ি দেখলেই চোর বাবাজি ভোল বদলে নিমন্ত্রিত অতিথির বেশে সেখানে হাজির হতেন । সুযোগের অপেক্ষায় থাকত, তারপর সকলের অলক্ষ্যে অনুষ্ঠান বাড়িতে হাত সাফাই করে পালিয়ে যেত । 

অভিনব কায়দায় করত চুরি, চোরের পোষাক দেখলে মনে মনে হবে কোন অফিসার। চেহারা ও পোষাকে কাজ লাগিয়ে হাত সাফাই চলছিল বেশ। নানা অভিযোগ এলেও মোটেও চোরের নাগাল পাওয়া যাচ্ছিল না। তবে সন্দেহ হচ্ছিল চোরের গতিপ্রকৃতি নিয়ে। অবশেষে ওৎ পেতে ধরে ফেলা গেল চোরকে। পুলিশের হাতে পাকড়াও স্যুট বুট পরা চোর। চোর ধরা পড়তেই তাকে দেখে অবাক সকলেই । অনেকেই বললেন, এইসব বাবুয়ানা দেখিয়ে শেষে কিনা চুরি করত। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়িতে।

কয়েক দিন ধরে শিলিগুড়িতে বিয়ে বাড়ি বা কোন অনুষ্ঠান বাড়ি থেকে চুরি হয়ে যাওয়ার ঘটনা সামনে আসছিল। অভিযোগ জমা পড়লেও কোনভাবেই চোরের নাগাল মিলছিল না । হন্যে হয়ে খোঁজ চলছিল। জানা যায়, গত ২৪ শে জানুয়ারি শিলিগুড়ির রমেন্দ্রনারায়ণ ভট্টাচার্যএকটি অভিযোগ জানান শিলিগুড়ির পানিট্যাঙ্কি আউট পোস্টে । তিনি জানান, তার বাড়ির অনুষ্ঠান থেকে বেশ কিছু সামগ্রী পাওয়া যাচ্ছে না। চুরির অভিযোগ জানাতেই পানিট্যাঙ্কি থানার পুলিস জোরদার তদন্ত শুরু করে ।

বিভিন্ন সূত্র থেকে পুলিসের জানতে পারে স্যুট বুট টাই পরা চোরের কথা । অনুষ্ঠানবাড়ি দেখলেই চোর বাবাজি ভোল বদলে নিমন্ত্রিত অতিথির বেশে সেখানে হাজির হতেন । সুযোগের অপেক্ষায় থাকত, তারপর সকলের অলক্ষ্যে অনুষ্ঠান বাড়িতে হাত সাফাই করে পালিয়ে যেত ।

রবিবার শিলিগুড়ির সেবক রোডে একটি বেসরকারি ভবনে ঘাপটি মেরে ছিল পুলিশ। সুযোগ মিলতেই হাতেনাতে ধরা হয় সুট বুট পরা চোরকে। এখানেও এই চোর সাহেবি পোষাকেই হাত সাফাইয়ের জন্য পৌঁছে গিয়েছিল । পুলিস সূত্রের খবর, ৪৪ বছরের ধৃত চোরের নাম মনোজ চৌধুরী। দীর্ঘদিন ধরে শহর শিলিগুড়িতে অভিনব কায়দায় চুরি করত বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে গিয়ে। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় অবশেষে চোরকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িতে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Humayun Kabir: বাবরি মসজিদ নিয়ে বড় পরিকল্পনার ইঙ্গিত দিলেন হুমায়ুন! দেখুন কী বলছেন
অবশেষে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন হুমায়ুনের, কী প্রতিক্রিয়া শুভেন্দুর?