- Home
- India News
- অন্ধ্রে জ্বলেপুড়়ে খাক যাত্রীবোঝাই বাস, মৃতের সংখ্যা বেড়ে ২০- দুর্ঘটনার ভয়ঙ্কর ছবিগুলি দেখুন
অন্ধ্রে জ্বলেপুড়়ে খাক যাত্রীবোঝাই বাস, মৃতের সংখ্যা বেড়ে ২০- দুর্ঘটনার ভয়ঙ্কর ছবিগুলি দেখুন
অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২০। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শোক প্রকাশ করেছেন রাহুল গান্ধী।

যাত্রীবোঝাও বাসে আগুন
রাজস্থানের পর এবার অন্ধ্রপ্রদেশে ভয়ঙ্কর বাস দুর্ঘটনা। যাত্রীবোঝাই বাসে আগুন লেগে গিয়ে মৃত্যু হয়েছে ২০ জনের আহত প্রচুর। শুক্রবার ভোর ৩টের সময় অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
বাস-বাইক সংঘর্ষ
বাসটি হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরু যাচ্ছিল। বাসে ছিল ৪০ জন যাত্রী। বাসটির সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। তারপরই বাসটিতে আগুল লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাসটি। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে ২০ জনের মৃত্যু হয়। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাথমিক কারণ
পুলিশ সূত্রের খবর, বেসরকারি বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ৪৪ নম্বর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল। সংঘর্ষের পরে বাসের সামনে আটকে যায় বাইকটি। এই অবস্থায় বাসটি কিছু দূর যায়। তারপরই আগুন লেগে যায়। মনে করা হচ্ছে বাইকের অয়েল ট্যাঙ্ক ফেটে যাওয়াতেই এই বিপত্তি।
ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ
ভোর রাতের দুর্ঘটনা। বাসের যাত্রীরা ঘুমাচ্ছিলেন। তাই বাসে আগুন লেগেছে এটা অনেক পরেই যাত্রীরা বুঝতে পেরেছিলেন। যারা আগে বুঝতে পারেন, তারা জানলার কাচ ভেঙে লাফ দিয়ে প্রাণ বাচাঁন. অনেক যাত্রী সেই সুযোগ পাননি। বাসটি দেখে বোঝা যায় অগ্নিকাণ্ড ছিল ভয়ঙ্কর। বাসটি আগুনে জ্বলেপুড়ে খাঁক হয়ে গেছে। প্রথমে স্থানীয়রা আগুন নেভায়। দমকম এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি ভস্মীভূত হয়ে যায়।
শোক প্রকাশ
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা বলেছেন। আহতেদের ৫০ হাজার টাকার দেওয়ার কথা ঘোষণা করেছেন। শোক প্রকাশ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। শোক প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতিও।

