
সামনেই বিয়ের মরশুম,আর ফাল্গুন মাসের শুরুতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস। কয়েক দিনের মধ্যেই ভিজতে চলেছে বাংলা। বৃষ্টির পূর্বাভাস মিলল বিয়ের মরশুমে। হাওয়া অফিসের পূর্বাভাস, ২০ ফেব্রুয়ারি দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ১৯ ফেব্রুয়ারিও বৃষ্টি হতে পারে কিছু জেলায় । বুধ ও বৃহস্পতি বার, দুদিনই বৃষ্টির পূর্বাভাস থাকছে কলকাতায়। ১৯ তারিখ থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ২০ তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি ধরের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত থাকার কারণে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। তারপর থেকে স্বাভাবিক পরিস্থিতি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হচ্ছে, ১৮ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকছে না।
তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিন ২০ ডিগ্রির নিচেই থাকছে। এখন উত্তুরে হাওয়ার কারণে হালকা ঠান্ডা অনুভব করলেও তা সাময়িক বলেই ধরা হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের পর তাপমাত্রা বেড়ে যেতে পারে ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত । আলিপুর আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, দুদিন পর থেকেই আবার পরিবর্তন হচ্ছে আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরের উপর বিপরীত ঘূর্ণাবর্তের কারণে উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বাধা পাবে। আর সেই কারণেই তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী হবে। ফাল্গুনে এই বৃষ্টির সম্ভাবনা বিয়ের মরশুমে কতটা সমস্যায় ফেলবে তা নিয়ে চিন্তিত অনেকেই । অনেকে আবার মনে করছেন, এই বৃষ্টিপাতের হাত ধরে ফের শীতের আমেজ ফিরতে পারে বঙ্গে। তবে আবহাওয়ার এই খেলায় ঘরে ঘরে বাড়ছে জ্বর সর্দি কাশির মতো অসুখ। চিকিৎসকরা এই সময় বিশেষ করে শিশু ও বয়স্কদের প্রতি একটু বেশি নজর দেওয়ার কথা জানাচ্ছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।