
নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের তালিকা এসএসসি জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে। পাশাপাশি যোগ্য শিক্ষকদের দ্রুত কাজে যোগ দেওয়ার কথাও বলা হয়েছে।
স্কুল শিক্ষা কমিশনারের তরফ থেকে চিঠি পাঠান হয়েছে ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর বা ডিআই -দের কাথে। সেই চিঠিতে বলা হয়েছে যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবেন ডিআই-রা। চিঠিতে আরও বলা হয়েছে গত ১৭ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী যারা যোগ্য তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকতা করতে পারবেন। জান যাচ্ছে যারা অযোগ্য বলে চিহ্নিত নন, তাদের বেতন দেওয়ার নির্দেশও দিয়েছে স্কুল শিক্ষা কমিনার।
এদিন এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে আচার্য সদনে ঢোকেন ১০ জন চাকরিহারা শিক্ষক। এই বৈঠকেই যোগ দিয়েছেন গ্রুপ সি আর গ্রুপ ডির চার জন করে মোট আট জন প্রতিনিধি। বিক্ষোভকারীদের তরফে জানান হয়েছে যোগ্যদের তালিকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম দিন থেকেই চকরিহরা শিক্ষকদের পাশে রয়েছে। আপনারা নিজের কাজে ফিরুন। আমাদের কাজ করতে দিন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আমরা আদালতে গিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্তরা কাজ করতে পারবেন। বেতনও পাবেন। বকি দায়িত্বটাও আমাদের আমাদের। '
ব্রাত্য বসুর এই ঘোষণার পরই যোগ্যদের নামের তালিকা জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে পাঠিয়ে দেওয়া হল। সুপ্রিম নির্দেশ মেনেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকারা কাজে যোগ দেবেন। যথা নিয়মে মিলবে বেতনও।