- Home
- West Bengal
- West Bengal News
- Salary Problem: 'তালিকা বিভ্রাট!' অযোগ্যদের সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে যোগ্য সরকারি কর্মীদের বেতনও
Salary Problem: 'তালিকা বিভ্রাট!' অযোগ্যদের সঙ্গে বন্ধ হয়ে যেতে পারে যোগ্য সরকারি কর্মীদের বেতনও
Salary Problem for SSC Scam:স্কুলের সঙ্গে যুক্ত এই সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলেও অনেকে মনে করছেন। রাজ্যের প্রায় ৯ হাজার স্কুলে বেতন সংক্রান্ত সমস্যা হতে পারে। সমস্যায় পড়তে পরেন ২ লক্ষ শিক্ষকও।

বেতন নিয়ে উদ্বেগ
সুপ্রিম কোর্টের এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলার রায়ের পর থেকেই কোন কোন শিক্ষক-শিক্ষিকারা বেতন পাবেন আর কারা কারা পাবেন না তাই নিয়ে উদ্বেগ বাড়ছে। ধোঁয়াশায় পড়েছেন প্রধান শিক্ষকরাও।
সুপ্রিম কোর্টের রায়
স্কুল সার্ভিশ কমিশনের নিয়োগ দুর্নীতি রায়ে প্রথমেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল চিহ্নিত অযোগ্যদের বেতন বন্ধ হয়ে যাবে। তাদের টাকা ফেরতও দিতে হবে। চিহ্নিত অযোগ্যদের জন্য পরবর্তীকালেও একই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা
সুপ্রিম কোর্টের রায়ে নিয়োগ দুর্নীতির কারণে এই রাজ্যে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা আর শিক্ষাকর্মী।
বেতন চালু
সুপ্রিম কোর্টের নিয়োগ দুর্নীতি মামলার পুনর্বিবেচনার রায়ে বলা হয়েছে চিহ্নিত অযোগ্য প্রার্থীরা আর স্কুলে যেতে পারবেন না। বাকিরা স্কুলে যেতে পারবেন। তাদের বেতনও চালু থাকবে।
কারা পাবেন বেতন
কিন্তু কারা কারা চলতি মাসে বেতন পাবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে অধিকাংশ স্কুলের প্রধান শিক্ষকদের। কারণ এখনও পর্যন্ত যোগ্য আর অযোগ্যদের কোনও তালিকা পাননি শিক্ষাদফতর দেয়নি।
বেতন প্রক্রিয়া
সাধারণত প্রধান শিক্ষকেরা বেতন পোর্টাল জেলা স্কুল পরিদর্শককে জমা দেওয়ার পরে তিনি মাসের ২৫ তারিখের মধ্যে তা কোষাগারে পাঠিয়ে দেন। বেতন পোর্টাল চলতি মাসে চালু হয়েছে। কিন্তু যোগ্য আর অযোগ্যদের চিহ্নিত করা এখনও যায়নি।
হাতে মাত্র এক সপ্তাহ
শিক্ষক এবং শিক্ষাকর্মীরা বেতন পাবেন এবং কাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে, সেই ব্যাপারে শিক্ষা দফতরের কোনও বিজ্ঞপ্তিই স্কুলে পৌঁছয়নি। কিন্তু হাতে আর মাত্র এক সপ্তাহ সময় রয়েছে।
বেতন সমস্যা
স্কুলের সঙ্গে যুক্ত এই সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে বলেও অনেকে মনে করছেন। রাজ্যের প্রায় ৯ হাজার স্কুলে বেতন সংক্রান্ত সমস্যা হতে পারে। সমস্যায় পড়তে পরেন ২ লক্ষ শিক্ষকও।
যোগ্য - অযোগ্যদের তালিকা
স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা শিক্ষা দফতরে পাঠিয়েছে। শিক্ষা দফতর সেই তালিকা সংশ্লিষ্ট স্কুলগুলিতে পাঠাতে পারে বলেও সূত্রের খবর।
তালিকা প্রকাশ
আগামী সপ্তাহের গোড়ায় তা প্রকাশিত হতে পারে। তার পরেই ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’-দের তালিকা জেলা স্কুল পরিদর্শকের কাছে যাবে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই সংক্রান্ত জট কাটতে পারে বলেও অনেকে মনে করছেন।

