
BLO-কে হুমকির পরেই গ্রেফতার TMC কর্মী, উল্টো সুর গাইছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব!
SIR Basirhat : সন্দেশখালির বয়ারমারি এলাকায় BLO-কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯৭ বছরের এক ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা ঘিরে ওঠে বিতর্ক। BLO দীপক মাহাতোর অভিযোগের পর ধৃত অভিযুক্ত।
SIR Basirhat : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারি এলাকায় BLO-কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯৭ বছরের এক ভোটারের নাম ২০০২-এর তালিকায় না থাকায় তার নাম বাদ যাওয়ার আশঙ্কা থেকে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এই নিয়েই জামিরুল BLO দীপক মাহাতোকে ফোনে ভয় দেখান। অডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর BLO ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে পুলিশ জামিরুলকে আটক করে। তিনি স্থানীয় তৃণমূল নেতা অহিদ গাজির ঘনিষ্ঠ বলেও জানা গেছে।