
BLO-কে হুমকির পরেই গ্রেফতার TMC কর্মী, উল্টো সুর গাইছে তৃণমূল নেতৃত্ব!
Sandeshkhali BLO News : সন্দেশখালির বয়ারমারি এলাকায় BLO-কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগে তৃণমূল কর্মী জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ৯৭ বছরের এক ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা ঘিরে ওঠে বিতর্ক। BLO দীপক মাহাতোর অভিযোগের পর ন্যাজাট থানার পদক্ষেপে ধৃত অভিযুক্ত; অডিও ক্লিপও ভাইরাল।