- Home
- West Bengal
- West Bengal News
- ভবানীপুরে দাঁড়ালে জিততে পারবেন তো শুভেন্দু অধিকারী? প্রশ্ন তুলে দিল বিজেপির গোষ্ঠী কোন্দল
ভবানীপুরে দাঁড়ালে জিততে পারবেন তো শুভেন্দু অধিকারী? প্রশ্ন তুলে দিল বিজেপির গোষ্ঠী কোন্দল
Bhawanipur constituency: ভাবনীপুরে শুভেন্দু অধিকারীর জেতা কী সম্ভব? ভোটের মাত্র ১০ মাসে আগেই গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার বিজেপি।

আগামী বছর ভোট
আগামী বছর বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচন বিজেপির কাছে পাখির চোখ। শুভেন্দু অধিকারী এবার বিজেপি প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্রে দাঁড়াবেন বলেও জানিয়েছেন।
মমতাকে চ্যালেঞ্জ
শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন বলেও ঘোষণা করেছেন। তিনি বিজেপি প্রার্থী হিসেবে ভবানীপুরে দাঁড়াবেন বলেও ঘোষণা করেছেন।
নির্বাচনের দেরি
নির্বাচনের আর মাত্র মাস ১০-১১ মাস দেরি। কিন্তু এখন গুছিয়ে উঠতে পারেনি বিজেপি। বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে রীতিমত ঘেঁটে রয়েছে গেরুয়া শিবির।
বিজেপির দ্বন্দ্ব
ভবানীপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশই বাড়ছে। কখনও কখনও তা প্রকাশ্যেই আসছে। সম্প্রতি সক্রিয় সদস্যপদ নিয়ে বিজেপির ঝামেলা তুঙ্গে।
কমিটি গঠন হয়নি
বিজেপির সূত্রের খবর গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এখনও গঠন করা হয়নি কমিটি গঠনই করতে পারেনি। যারজন্য থমকে রয়েছে বিজেপির জেলা কমিটি গঠনের কাজ।
প্রাথমিক সদস্যপদ
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে রয়েছে কলকাতর সক্রিয় সদস্যপদের তালিকা তৈরিও। যাতে বিজেপির নিচুস্তরের কর্মীদের মনোবল অনেকটাই ভাঙছে বলেও জানিয়েছে অনেকে।
জেলা সভাপতি কাঠগড়ায়
কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন অনুপম ভট্টাচার্য।
ভোট সামনে
দুয়ারে বিধানসভা নির্বাচন। তার আগে বিজেপি এখনও ঘর গুছিয়ে উঠতে পারেনি। এই অবস্থায় শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট নেতা যদি ভবানিপুরে দাঁড়ান তাহলে দলের স্থানীয় নেতাদের বড় দায়িত্ব নিতে হবে।
বিজেপির অবস্থা
কিন্তু গোষ্ঠী কোন্দলে জেরবার কলকাতা বিজেপি। তাই বড় দায়িত্ব নিতে কতটা পারবে তাই নিয়েও প্রশ্ন বিজেপির অন্দরে।
শুভেন্দুও অনিশ্চিত!
অন্যদিকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। তারপর একাধিক কর্মসূচিও নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িকে কেন্দ্র করে। কিন্তু বর্তমানে সেই কর্মসূচিতেও ভাঁটা পড়েছে। তাই দলের একাংশের মতে শুভেন্দু নিজের এলাকা নন্দীগ্রামেই দাঁড়াবেন। ভবানীপুরে নয়!

