'বিজেপি অভিষেককে নেবেই না', তৃণমূল নেতার পাল্টা জবাব দিলেন সুকান্ত মজুমদার

Published : Mar 01, 2025, 11:25 AM IST
Controversy over BJP leader Sukanta Majumder comments on Annapurna prakalpa bsm

সংক্ষিপ্ত

অভিষেকের বিজেপিতে যোগদান প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সুকান্ত মজুমদার। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন বিজেপিতে তিনি যোগদান করেছেন, এমন গুজব ছড়ান হয়েছিল। 

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সমাবেশে নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষের বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপিকে। নাম না করেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের তুলোধনা করেছেন। তারই পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার একহাত নেন পিসি ও ভাইপোকে। ভুয়ো ভোটার লিস্ট থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিজেপিতে যোগদানের প্রসঙ্গে পাল্টা জবাব দেন সুকান্ত মজুমদার।

ভুয়ো ভোটার তালিকা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তীব্র সমালোচনা করেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্যের তৃণমূল কংগ্রেস নেত্রী ভোটার তালিকা থেকে হিন্দু ও বাঙালি ভোটারদের নাম কটার কাজ শুরু করেছেন। এই রাজ্যে বসবাসরত হিন্দিভাষী ভোটারদের নাম কাটার তোড়জোড় শুরু রেছেন। তিনি আরও বলেন, কম মার্জিনে যে সিটে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানেই এই কাজ করা হচ্ছে। তিনি স্থানীয়দের সচেতন থাকারও আহ্বান জানিয়েছেন।

অভিষেকের বিজেপিতে যোগদান প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সুকান্ত মজুমদার। নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন বিজেপিতে তিনি যোগদান করেছেন, এমন গুজব ছড়ান হয়েছিল। কিন্তু তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে কোথাও যাবেন না বলেও জানিয়েছেন, পাল্টা সুকান্ত বলেন, বিজেপি অভিষেককে নেবেই না। বিজেপিতে যোগদান করতে পারেননি বলেই অভিষেক এমন কথা বলেছেন। তিনি আরও বলেন, অভিষেক বাজে কথা বলছেন।

গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে টানাপোড়েন চলছিল। তিনি কিছুটা হলেই চুপচাপই ছিলেন। তিনি তৃণমূলের সংগঠনের রদবদলের দাবিও জানিয়েছিলেন। কিন্তু তাতে এখনও পর্যন্ত সিলমহর দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে মমতা-অভিষেকের দূরত্ব তৈরি হয়েছে বলেও অনেকে মনে করছেন। যদিও দলের দুই শীর্ষ নেতৃত্ব একে অপরের ওপর আস্থা রেখেছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সোম-মঙ্গল ২ দিনের ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, কোচবিহারে ঠাসা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের
Today Live News: Share Market Today - সোমবারের বাজার প্রাথমিক লেনদেনে স্থিতিশীল থাকার সম্ভাবনা! আজ নজরে রাখুন এই ৮ স্টক